১৫ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে পালিত হলো আবৃত্তি সংসদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে পালিত হলো আবৃত্তি সংসদের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: সাধারণ ধারণায় শ্রোতার সম্মুখে কোন কবিতা বা বক্তব্য ইত্যাদি আকর্ষণীয় ভঙ্গিতে উপস্থাপন করা একটি শিল্প। মূলত বাংলাদেশ, কলকাতা ও জাপানে আবৃত্তিচর্চা হয়ে থাকে। ১৯৫২ সালে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্ররা রাজপথে নেমে ছিল। ১৪৪ ধারা উপেক্ষা করে মিছিল করেছিল, রক্তাক্ত হয়েছিল রাজপথ।সালাম, রফিক, জব্বার, বরকত শহীদ হয়েছিল।প্রতি বছর ২১ শে ফেব্রুয়ারি তাইতো আমরা গেয়ে উঠি আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কি ভুলিতে পারি। আজ ২১ শে ফেব্রুয়ারী আমাদের ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই বাংলা ভাষাকে সুন্দরভাবে উপস্থাপন করা একমাত্র আবৃত্তির মাধ্যমেই সম্ভব। এরই ধারাবাহিকতায় আজ থেকে ২৪ বছর আগে ১৯৯৮ সালের ১৮ ই জানুয়ারী লক্ষ্মীপুর আবৃত্তি সংসদ প্রতিষ্ঠিত হয় । আজ ১৮ ই জানুয়ারি মঙ্গলবার লক্ষ্মীপুর জেলার টাউনহলে বিকাল পাঁচটায় লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয় বিশেষ অনুষ্ঠানের। উক্ত অনুষ্ঠানে লক্ষ্মীপুর আবৃত্তি সংসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয় কেক কাটার, আবৃত্তি ও আলোচনা সভার। আবৃত্তি সংসদ লক্ষ্মীপুরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবৃত্তি সংসদ লক্ষীপুরের সভাপতি প্রাক্তন অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর থিয়েটারের সভাপতি অ্যাডভোকেট শৈবাল কান্তি সাহা। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক ও আবৃত্তি সংসদ লক্ষীপুরের সহ-সভাপতি সুলতানা মাসুমা বানু।,অভিনয় শিল্পী সহ ঃ সভাপতি ,রাফিয়া রেশমা,রিয়াদ হোসেন সাংগঠনিক সম্পাদক মাসুম জুলকারনাইন, শান্তনু দাস, ডালিম কুমার টিটু,, চেলসি-নেলসি ইফফান,প্রত্যয় সুভানুর লামিয়া রাইসা সহ আরো অনেকে । আলোচনা সভায় আলোচকরা বলেন, লক্ষ্মীপুর জেলায় একসময় আবৃত্তির আলাদাভাবে কোন অনুষ্ঠান হতো না। জেলার অনেকেই আবৃত্তি শেখা বা আবৃত্তি করার ব্যাপারে বিশেষ উৎসাহিত ছিলনা। আবৃত্তিচর্চা কে আরো বেগবান করা নিয়মিত আবৃত্তি কর্মশালার আয়োজন করে শুদ্ধ উচ্চারণের চর্চার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে আবৃত্তিতে উৎসাহিত করার লক্ষ্যে আবৃত্তি সংসদ লক্ষীপুর প্রতিষ্ঠিত হয়েছিল।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবৃত্তি সংসদ লক্ষীপুরের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন আরজু।আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে কেক কাটা, ফটোসেশন, আলোচনা অনুষ্ঠান ও আবৃত্তির মাধ্যমে আবৃত্তি সংসদ লক্ষীপুরের ২৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানের সমাপ্তি হয়। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন