১৪ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারীর মৃত্যু
সুলতানা মাসুমা, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলাতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক নারী প্রাণ হারিয়েছে। তার বয়স আনুমানিক ২৫ থেকে ২৭ বছর। বৃহস্পতিবার ভোর সোয়া ৪টার দিকে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মৃতদেহ একই হাসপাতালের মর্গে রাখা আছে। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত এখনো তার পরিবারের সন্ধান পাওয়া যায়নি। লক্ষীপুর থানা পুলিশ অজ্ঞাত ওই নারীর স্বজনদের খোঁজে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলাপ্রেসকে নিশ্চিত করে জানান, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে রায়পুর-লক্ষ্মীপুর মহাসড়কের রাখালিয়া বাজারের ওপর আনুমানিক ২৭ বছর বসয়ী অজ্ঞাতনামা এক নারী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে রায়পুর থানা পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে জেলা সদর হাসপাতালে পাঠায়। ভোররাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা আছে। ওসি আরও জানান, মৃত নারীর নাম-ঠিকানা কিংবা আত্নীয়-স্বজনের নাম ঠিকানা সংগ্রহ করা সম্ভব হয়নি। যদি কোন স্ব-হৃদয়বান ব্যক্তি ওই নারীর আত্নীয়-স্বজনের সন্ধান পেয়ে থাকে তাহলে লক্ষ্মীপুর মডেল থানা পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। অফিসার ইনচার্জ (লক্ষ্মীপুর মডেল থানা) ০১৩২০-১১১-৯৭৬ ও ডিউটি অফিসার (লক্ষ্মীপুর মডেল থানা) বিপি> আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন