-68eba6bfe183f.jpg)
লক্ষ্মীপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু



আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওশেদ ইবনে হালিম এর নেতৃত্বে শহরের মাদাম এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। জানা গেছে, দীর্ঘ দিন থেকে সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি অবৈধভাবে দখল করে দোকানঘর, বহুতল ভবন নির্মান ও বসবাস করছে প্রভাবশালীরা। সম্প্রতি সড়ক বিভাগের পক্ষ থেকে উক্ত সম্পত্তি থেকে অবৈধস্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বার বার নোটিশ করার পর তা সরিয়ে না নেওয়ায় সোমবার সকালে এ অভিযান শুরু করা হয়।
উচ্ছেদ অভিযান উপজেলার দালাল বাজার পর্যন্ত চলবে বলে জানা গেছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-১ মঞ্জুর আহম্মদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-২ মো. আমির খাঁন, রামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা চৌধুরী, লক্ষ্মীপুর সড়ক বিভাগের সার্ভেয়ার নাজমুল আলম’সহ পল্লী বিদ্যুৎ, পিডিবির কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওশেদ ইবনে হালিম বলেন, উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু করেছেন তিনি। সড়ক ও জনপদ বিভাগের দখলকৃত সকল সম্পত্তি উদ্ধারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
