১৪ অক্টোবর ২০২৫

লক্ষ্মীপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
লক্ষ্মীপুরে সড়ক বিভাগের উচ্ছেদ অভিযান শুরু

আব্দুল মালেক নিরব,লক্ষ্মীপুর থেকে: লক্ষ্মীপুরে সড়ক ও জনপদ বিভাগের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। সোমবার সকাল ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওশেদ ইবনে হালিম এর নেতৃত্বে শহরের মাদাম এলাকা থেকে এ অভিযান শুরু করা হয়। জানা গেছে, দীর্ঘ দিন থেকে সড়ক ও জনপদ বিভাগের সম্পত্তি অবৈধভাবে দখল করে দোকানঘর, বহুতল ভবন নির্মান ও বসবাস করছে প্রভাবশালীরা। সম্প্রতি সড়ক বিভাগের পক্ষ থেকে উক্ত সম্পত্তি থেকে অবৈধস্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বার বার নোটিশ করার পর তা সরিয়ে না নেওয়ায় সোমবার সকালে এ অভিযান শুরু করা হয়।

উচ্ছেদ অভিযান উপজেলার দালাল বাজার পর্যন্ত চলবে বলে জানা গেছে। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন, সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোজাম্মেল হক, উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-১ মঞ্জুর আহম্মদ চৌধুরী, উপ-সহকারী প্রকৌশলী সড়ক শাখা-২ মো. আমির খাঁন, রামগঞ্জের উপ-বিভাগীয় প্রকৌশলী মোস্তফা চৌধুরী, লক্ষ্মীপুর সড়ক বিভাগের সার্ভেয়ার নাজমুল আলম’সহ পল্লী বিদ্যুৎ, পিডিবির কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ উপস্থিত ছিলেন। এ বিষয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নওশেদ ইবনে হালিম বলেন, উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অভিযান শুরু করেছেন তিনি। সড়ক ও জনপদ বিভাগের দখলকৃত সকল সম্পত্তি উদ্ধারের জন্য এ অভিযান অব্যাহত থাকবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন