
মাদকসেবীর ভ্রাম্যমান আদালতে ৭ দিনের জেল

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমারে রতন চন্দ্র রায় নামে এক মাদকসেবীকে ৭দিনের কারাদন্ড প্রদান করেন ভ্রম্যমান আদালতের বিচারক।
মামলা সুত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার থানার এএসআই লিটন হোসেন ও মহাদেব রায় অভিযান চালিয়ে ডোমার চিলাহাটি সড়কে শালকীব্রীজ এলাকা থেকে অটোচালক রতন চন্দ্র রায় (৩৫) কে আটক করে।
এ সময় তল্লাসি চালিয়ে তার কাছ থেকে এক পুড়িয়া হিরোইন উদ্ধার করে পুলিশ। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও একএক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মনোয়ার হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমান আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে ৩৬/৫ ধারা মোতাবেক মাদকসেবী রতনকে ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ডোমার থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




-20241021080600.jpg)
