১৪ অক্টোবর ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭০

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৭০

বাংলাপ্রেস ঢাকা: মালয়েশিয়ায় রাষ্ট্রক্ষমতা গ্রহণের পর নতুন করে দেশটিতে অবৈধ অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সরকার। গতকাল শুক্রবার রাজধানী কুয়ালালামপুরের আশেপাশের এলাকা থেকে বাংলাদেশিসহ ১৭০ জনকে আটক করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগ সূত্রে জানা গেছে, বিকেল ৪টায় শুরু হওয়া এ অভিযানে কাগজপত্র যাচাই শেষে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছে তা জানা যায়নি।

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তফার আলীর নেতত্বে পরিচালিত অভিযানে মালয়েশিয়া সরকারের নতুন স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন উপস্থিত ছিলেন। এই প্রথম অবৈধ অভিবাসীবিরোধী কোনো অভিযানে স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত থাকলেন। অভিযান পরিচালনা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আটক অভিবাসীরা বিভিন্ন আইন ভঙ্গ করেছে, যেমন- বৈধ নথি না থাকা, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও মালয়েশিয়ায় অবস্থান করা।’ দেশের শান্তি, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে অবৈধ অভিবাসন সমস্যা মোকাবেলার প্রচেষ্টার অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলেও জানান তিনি।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন