১৪ অক্টোবর ২০২৫

মামদানি মেয়র হলে নিউইয়র্ককে সহায়তা দেবেন না ট্রাম্প

Logo
বাংলা প্রেস প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৯ এএম
মামদানি মেয়র হলে নিউইয়র্ককে সহায়তা দেবেন না ট্রাম্প

বাংলাপ্রেস ডেস্ক:   আসন্ন নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচনে জোহরান মামদানি জয়ী হলে শহরটিকে সরকারি সহায়তা দেওয়া বন্ধ করে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।  সোমবার (২৯ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এ হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট। 

 

 ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘তার (মামদানি) ওয়াশিংটনের সঙ্গে এমন সমস্যা হবে, যা আমাদের একসময়ের মহান শহরের (নিউইয়র্ক) ইতিহাসে কোনো মেয়রের হয়নি।’

ট্রাম্প সব সময়ই মামদানিকে ‘স্বঘোষিত কমিউনিস্ট’ আখ্যা দিয়ে আসছেন। যদিও মামদানি নিজেকে একজন গণতান্ত্রিক সমাজতান্ত্রিক হিসেবে পরিচয় দেন।

ট্রাম্প লেখেন, মামদানি ফেডারেল সম্পদের ওপর নির্ভর করবেন তার ‘ভুয়া কমিউনিস্ট প্রতিশ্রুতি’ পূরণের জন্য। তাই তিনি ‘সেই সহায়তার কিছুই  পাবেন না’ বলে হুমকি দেন মার্কিন প্রেসিডেন্ট। 

তিনি আরও দাবি করেছেন, মামদানির সম্ভাব্য মেয়রশিপ প্রমাণ করবে এটি ‘আমাদের মহান রিপাবলিকান পার্টির জন্য ঘটে যাওয়া অন্যতম সেরা ঘটনা।’

 

এদিকে রোববার মামাদানি সংবাদমাধ্যম ডেমোক্রেসি নাউকে দেওয়া সাক্ষাৎকারে অভিযোগ করেন, ট্রাম্প নির্বাচনে হস্তক্ষেপ করছেন যাতে আরও অনুগত একজন মেয়রকে বসানো যায়। তার মতে, ট্রাম্প যেসব প্রার্থীকে সমর্থন দিচ্ছেন, তারা নিউইয়র্কবাসীর স্বার্থের চেয়ে প্রেসিডেন্টের স্বার্থকে অগ্রাধিকার দেবেন।

মামদানি বলেন, ‘ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড্রু কুওমোর জন্য পথ পরিষ্কার করতে চাইছেন কারণ তিনি জানেন, অ্যান্ড্রু কুওমো ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডার জন্য পথ পরিষ্কার করবেন।’

মামদানির মতে, তার প্রচারণা অন্যদের চেয়ে আলাদা, কারণ তিনি ট্রাম্পের সমর্থন বা ধনী দাতাদের ওপর নির্ভর করেন না। 

এদিকে, বর্তমান ট্রাম্প-ঘনিষ্ঠ মেয়র এরিক অ্যাডামস রোববার আনুষ্ঠানিকভাবে পুনর্নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন।

নিউইয়র্ক সিটি মেয়র নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৪ নভেম্বর।

বর্তমানে মামদানি জনমত জরিপে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে আছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কুওমোর চেয়ে। ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সম্প্রতি অ্যাডামসকে নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়াতে চাপ দেওয়া হয়েছিল, যাতে মামদানির বিপক্ষে কুওমোর জয়ের সম্ভাবনা বেড়ে যায়।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন