
নাগরিকত্ব বাতিল ও দেশে ফেরানোর দাবি
মামদানি 'মুসলিম সন্ত্রাসী ছাড়া আর কিছু নয়': র্যান্ডি ফাইন


মিনারা হেলেন: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার রিপাবলিকান প্রতিনিধি র্যান্ডি ফাইন নিউ ইয়র্ক সিটির ডেমোক্র্যাট মেয়র প্রার্থী জোহরান মামদানিকে 'মুসলিম সন্ত্রাসী ছাড়া আর কিছু নয়' বলে আখ্যায়িত করেছেন এবং তার মার্কিন নাগরিকত্ব বাতিল করে দেশ থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে ফাইন লিখেছেন 'এটা বীভৎস। মামদানি মূলত একজন মুসলিম সন্ত্রাসী। তাকে কখনো নাগরিকত্ব দেওয়া হয়েছে, সেটাই লজ্জাজনক। তার নাগরিকত্ব বাতিল করা উচিত এবং তাকে তার জন্মস্থান উগান্ডায় ফেরত পাঠানো উচিত' এই মন্তব্যটি তিনি করেছেন ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের ইসরায়েলে ভয়াবহ সন্ত্রাসী হামলার দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মামদানির দেওয়া এক বিবৃতির প্রতিক্রিয়ায়।
ফক্স নিউজ ডিজিটাল মামদানির প্রচার দফতরের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে মন্তব্য জানতে চাইলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
২০২৩ সালের ঐ সন্ত্রাসী হামলায় ধর্ষণ, হত্যা ও অপহরণের মতো নৃশংসতা সংঘটিত হয়েছিল।
মামদানি তার বিবৃতির শুরুতে স্বীকার করেন যে 'হামাস ভয়াবহ যুদ্ধাপরাধ করেছে', তবে তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার সরকার 'একটি গণহত্যামূলক যুদ্ধ' চালিয়েছে এবং যুক্তরাষ্ট্রের সরকার 'পুরো সময়জুড়ে এতে জড়িত ছিল।'
তিনি আরও বলেন, 'দখলদারিত্ব ও বর্ণবৈষম্য শেষ করতে হবে। শান্তি আসবে কূটনৈতিক পথে, যুদ্ধাপরাধের মাধ্যমে নয়। আমাদের সরকারকে এই নৃশংসতা বন্ধে পদক্ষেপ নিতে হবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনতে হবে।'
নিউ ইয়র্ক রাজ্যের অ্যাসেম্বলির সরকারি ওয়েবসাইট অনুযায়ী, মামদানি উগান্ডায় জন্মগ্রহণ করেন এবং সাত বছর বয়সে পরিবারের সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন। ২০১৮ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন।
তার এক্স প্রোফাইলে নিজেকে তিনি 'ডেমোক্র্যাটিক সমাজতন্ত্রী” হিসেবে পরিচয় দিয়েছেন এবং লিখেছেন, “আমি প্রতিদ্বন্দ্বিতা করছি ভাড়া স্থগিত করতে, বাস চলাচল দ্রুত ও বিনামূল্যে করতে এবং সার্বজনীন শিশু যত্ন নিশ্চিত করতে।'
বিপি/সিএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন



সামরিক সংঘর্ষের পর আফগান সীমান্তে সর্বোচ্চ সতর্কতা জারি পাকিস্তানের

ভুটান থেকে বাংলাদেশ বিদ্যুৎ কিনলে দুই দেশেরই উপকার: হামু দর্জি

মিশরে বিশ্বের শীর্ষ নেতাদের সঙ্গে গাজা শান্তিচুক্তিতে সই করলেন ট্রাম্প
