
মার্কিন ডেস্ট্রয়ারের ওপর দিয়ে যুদ্ধবিমান উড়িয়েছে ভেনিজুয়েলা

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম


এ ঘটনার মাত্র দুদিন আগেই ভেনিজুয়েলার একটি নৌযানে মার্কিন হামলায় নিহত হয় ১১ জন। ওই নৌযান অবৈধ মাদক বহন করছিল বলে অভিযোগ করেছে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, এ হামলায় নিহতরা কুখ্যাত অপরাধীগোষ্ঠী ট্রেন দে আরাগুয়ার সদস্য।
যুক্তরাষ্ট্র চলতি বছরই এই গোষ্ঠীকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছে।তবে কারাকাস সব অভিযোগই নাকচ করে আসছে। পেন্টাগন বৃহস্পতিবারের বিবৃতিতে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আবারও মাদকচক্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করে।
পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, মাদুরো সরকারের দুটি সামরিক বিমান আন্তর্জাতিক জলসীমায় একটি মার্কিন যুদ্ধজাহাজের ওপর দিয়ে উড়ে গেছে। ভেনিজুয়েলাকে সতর্ক করে দেওয়া হচ্ছে—আমাদের মাদকবিরোধী ও সন্ত্রাসবিরোধী অভিযানে আর কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না।
বর্তমানে ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্তত সাতটি যুদ্ধজাহাজ মোতায়েন রয়েছে। এর সঙ্গে সাড়ে চার হাজার সেনা ও মেরিনও সেখানে অবস্থান করছে। সীমান্তের কাছে যুক্তরাষ্ট্রের এমন শক্তি প্রদর্শনে উদ্বেগ বাড়ছে ভেনিজুয়েলায়।
এদিকে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, যুক্তরাষ্ট্রের অভিযান চলবে। আমেরিকার জনগণকে বিষ (মাদক) দেওয়ার দিন শেষ।
অন্যদিকে, ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য ইলহান ওমর দক্ষিণ ক্যারিবীয় অঞ্চলে ট্রাম্প প্রশাসনের ‘আইনবহির্ভূত কর্মকাণ্ডের’ নিন্দা জানিয়েছেন। তার ভাষায়, কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো প্রেসিডেন্টই যুদ্ধ ঘোষণা কিংবা শান্তি স্থাপনের বিষয়ে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন না।[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





আন্তর্জাতিক
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
১২ ঘন্টা আগে
by বাংলা প্রেস

আন্তর্জাতিক
ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস