-68eba6bfe183f.jpg)
মেহেরপুরের গাংনীতে স্কুল ছাত্রের আত্মহত্যা



মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে রাব্বি (১৬) নামের এক স্কুলছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে এ উপজেলার রাইপুর ইউনিয়নের কড়ুইগাছি গ্রামে সিগারেট চুরির ঘটনায়, জরিমানা দেওয়ার পর গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
নিহত রাব্বি কড়ুুইগাছি গ্রামের চিনির উদ্দিনের ছেলে ও কে এ বি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র।
এলাকা সূত্রে জানা যায়, মঙ্গবার সকাল সাড়ে ৭ টার দিকে পাশের গ্রামের কেইবি মোড়ে কছিম উদ্দিনের দোকান থেকে সিগারেট চুরি করে রাব্বি ও তার বন্ধু জনি।
এ অভিযোগে দোকানি কছিম এবং হুদা, রাব্বি ও জনিকে বেঁধে মারধর করে।
নিহতের পিতা চিনির উদ্দিন বলেন, মুদি দোকানদার ও তার লোকজন আমার ছেলেদের হাত বেঁধে বেধড়ক মারপিট করে। পরে সালিশ করে অর্থ জরিমানা করে । চুরির মিথ্যা অপমান সইতে না পেরে আমার ছেলে আত্মহত্যা করেছে। আমি এর সুষ্ঠ বিচার চাই।
স্থানীয় সূত্রে জানা গেছে, মুদি দোকানি ও তার লোকজন দুই কিশোরকে বেঁধে রাখার পর
সালিশ বসানো হয়। রাইপুর গ্রামের সাবেক মেম্বর ও আওয়ামী লীগ নেতা আব্দুল হান্নান হনা ও সাবেক ছাত্রলীগ নেতা হাসান রেজা সেন্টু মধ্যস্থতা করেন।
এ বিষেয় হনা ও সেন্টু বলেন, তারা স্বীকার করে, তিন মাস ধরে চুরি করছে। দোকানী খুব গরীব হওয়াই আর্থিক বিষয় বিবেচনা করে দুই পরিবারের ১০ হাজার টাকা জরিমানা দিতে বলা হয়।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্র নাথ সরকার বলেন, আমি নিজেই ঘটনাস্থলে যাচ্ছি। প্রাথমিক তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ দেওয়া হয়নি।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
