
মেক্সিকো সিটিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ২৫


বাংলাপ্রেস ডেস্ক:মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলপিজি) বহনকারী একটি ট্যাংকার ট্রাকের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ২৫ জন নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের জনবহুল ইজতাপালাপা এলাকায়। প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রায় ৫০ হাজার লিটার এলপিজি ভর্তি ট্যাংকারটি উচ্চ গতিতে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের সীমানা প্রাচীরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের সঙ্গে সঙ্গেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে এবং আগুন ধরে যায় ট্রাকটিতে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, বিস্ফোরণের তীব্রতায় আশপাশের অন্তত ৩০টি যানবাহনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলেই ১০ জন প্রাণ হারান, পরে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃত্যু হয় আরও ১৫ জনের।
এ ঘটনায় আহতদের মধ্যে ২১ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। এ ছাড়া ৩৮ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও জানানো হয়েছে, চালকের অদক্ষতা ও অতিরিক্ত গতিই এই ভয়াবহ দুর্ঘটনার প্রধান কারণ বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।সূত্র: রয়টার্স
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
