১৪ অক্টোবর ২০২৫

মেরিলিন মনরোর ভাস্কর্য চুরি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
মেরিলিন মনরোর ভাস্কর্য চুরি

বিনোদন ডেস্ক :বিংশ শতাব্দীর সবচেয়ে আবেদনময়ি নারী ছিলেন মেরিলিন মনরো। তাকে বলা হতো যৌনদেবী। লাস্যময়ী কণ্ঠ, হাসি আর অভিনয় দিয়ে তিনি জয় করে গেছেন দর্শক-শ্রোতাদের হৃদয়। পৃথিবীর কোটি কোটি পুরুষের ড্রিম গার্ল হয়ে মনে এখনো গেঁথে আছেন মার্কিন অভিনেত্রী, মডেল ও গায়িকা মেরিলিন মনরো।

কিন্তু ভক্তদের জন্য দুঃসংবাদ হলো মেরিলিন মনরোর ভাস্কর্য চুরি হয়ে গেছে। সম্প্রতি এই চুরির ঘটনা ঘটেছে। হলিউড সেক্স সিম্বল, মেরিলিন মনরোর স্মরণে হলিউডের ওয়াক অব ফেমে ১৯৯৪ সালে স্থাপন করা হয়েছিল স্টেইনলেস স্টিলের ওই ভাস্কর্য। ১৯৫৫ সালে ‘দ্য সেভেন ইয়ার ইচ’ ছবিতে মনরোর একটি পোজ বিখ্যাত হয়। যাতে দেখা যায় বাতাসে মনরোর স্কার্ট উড়ে যাচ্ছে আর একগাল হেসে স্কার্ট সামলানোর চেষ্টা করছেন অভিনেত্রী। হলিউডের ওয়াক অব ফেমের কাছে সেই আদলে ভাস্কর্যটি নির্মাণ করা হয়। যা এখন চোরের দখলে।

কিংবদন্তী অভিনেত্রী ডোলোরেস ডেল রিও, ডোরাথি ডান্ড্রিজ, ম্য ওয়েস্ট এবং অনা মে ওয়াংকে নির্মাণ করা ওই ভাস্কর্যটি চলচ্চিত্রে সকল নারীদের প্রতি সম্মান জানিয়ে নির্মাণ করা হয়। সবার ওপরে স্থাপন করা হয়েছিল মনোরোর ভাস্কর্যটি। ইতিমধ্যে লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগ এ চুরির তদন্ত শুরু করেছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন