-68eba6bfe183f.jpg)
মহাবিশ্বের নতুন গ্যালাক্সি আবিষ্কার


বাংলাপ্রেস অনলাইন : মেক্সিকোর জ্যোতি:পদার্থবিজ্ঞানী কার্লোস ফ্রাঙ্ক মোরা একদল গবেষকের সঙ্গে গবেষণা চালিয়ে মহাবিশ্বের প্রথম কিছু গ্যালাক্সি চিহ্নিত করেছেন। শনিবার মেক্সিকোর ন্যাশনাল অটোনোমাস ইউনিভার্সিটি এই তথ্য জানায়। খবর সিনহুয়া’র।
নতুন চিহ্নিত এইসব গ্যালাক্সি হলো- সেগ-১, বুটিস ওয়ান, টুকানা টু এবং আরসা মেয়র ওয়ান। এগুলো ১শ ৩০ কোটি বছরেরও বেশি আগের। নতুন চিহ্নিত গ্যালাক্সি লেম্বডা কোল্ড ডার্ক মেটার মহাবিশ্বের বর্তমান বিবর্তিত মডেলকে সমর্থন করে।মোরা বলেন, এক দশক আগে বিজ্ঞানীদের গবেষণার জন্য মিল্ক ওয়ের কাছে সবচেয়ে দুর্বল গ্যালাক্সিগুলো সবচেয়ে অযোগ্য হিসেবে বিবেচিত হত। কিন্তু নতুন গবেষণা প্রাচীন মহাবিশ্ব সম্পর্কে জানতে আমাদের সহায়তা করবে।উল্লেখ্য ডার্ক ম্যাটার এবং গ্যালাক্সি গঠনে এর ভূমিকা বিষয়ে তত্ত্বের জন্য ম্যাক্সিকান এই জ্যোতির্বিদ বিশ্বের অন্যতম সেরা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
