
মইনুলের বিরুদ্ধে একের পর এক মামলা আইনের লঙ্ঘন : জয়নুল আবেদীন


বাংলাপ্রেস অনলাইন: সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, ব্যারিস্টার মইনুল হোসেনের বিরুদ্ধে সংক্ষুব্ধ হয়ে মাসুদা ভাট্টি একটি মামলা করেছেন। কিন্তু একই ঘটনায় সারা দেশে যুবলীগ, মহিলা লীগ একের পর এক মামলা করছেন, যা সংবিধান ও আইনের লঙ্ঘন। আজ বুধবার দুপুরে সুপ্রিমকোর্টি আইনজীবী সমিতির উদ্যোগে সমিতির মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, মানহানির মামলাটি ৫০০ ধারায় জামিনযোগ্য অপরাধ। কিন্তু তাকে জামিন দেওয়া হয়নি, যা অপরাধ। জয়নুল আবেদীন বলেন, ‘যারা তার বিরুদ্ধে মামলা করেছেন, তারা কোনো সাধারণ নারী নন, সবাই বিশেষ রাজনৈতিক দলের নেতা-কর্মী। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যেই এ মামলা করা হয়েছে। ব্যারিস্টার মইনুলকে সমাজে হেয়প্রতিপন্ন করতেই এসব মামলা।’
সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন সুপ্রিম কোট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, রফিকুল ইসলাম তালুকদার রাজা, কাজী জয়নাল আবেদীন, কাজী কামরুল ইসলাম সজল, মির্জা আল মাহমুদ প্রমুখ।
বাংলাপ্রেস/এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




.jpg)
