১৪ অক্টোবর ২০২৫

মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
মুম্বাইয়ে নির্মাণাধীন ভবনের ওপর বিমান বিধ্বস্ত হয়ে নিহত ৫

বাংলাপ্রেস অনলাইন : ভারতের মুম্বাইয়ে ঘনবসতিপূর্ণ এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে নির্মাণস্থলের এক ব্যক্তিসহ পাঁচজন নিহত হয়েছে। ১২ সিটের বিমানটিতে চারজন আরোহী ছিল বলে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা জানান।

প্রত্যক্ষদর্শী জানান, বিমানটি পড়ে প্রচন্ড বিস্ফোরণে হয় এবং এতে একটি গাছে ও রাস্তায় আগুন ধরে যায়। তিনি বলেন, প্রাথমিকভাবে আমরা ধারণা করেছিলাম নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে কিন্তু আমরা যখন সেখানে গেলাম তখন দেখলাম একটি মোটর সাইকেলের ওপর এক ব্যক্তির দগ্ধ শরীর। যখন বিমানটি বিধ্বস্ত হয়ে পড়ে, তখন সে ওই স্থান দিয়ে যাচ্ছিল।

ভারতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজিসিএ) বলেন, টার্বোপ্রপ কিং এয়ারের সি-৯০ বিমানটি জুহু বিমানবন্দর থেকে উড়েছিল। বৃষ্টি বা আবহাওয়া দুর্ঘটনার কারণ ছিল না। রাজোয়ার্দি হাসপাতালের মেডিকেল অফিসার জানান, নিহতদের মধ্যে তিনজন পুরুষ এবং দুই জন নারী। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে বলে তিনি জানান।

বাংলবপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন