১৪ অক্টোবর ২০২৫

ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ করতেন সাধু বাবা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ময়ূরের পেখম পরিয়ে তরুণীকে ধর্ষণ করতেন সাধু বাবা!

বাংলাপ্রেস অনলাইন: ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ভারতের আরেক সাধু বাবা। গ্রেপ্তারের পর শান্তিসাগর নামের ওই জৈন সাধুর নানা কুকর্ম ফাঁস হয়েছে। হোয়াটসঅ্যাপে নারীদের নগ্ন ছবি চাওয়া থেকে শুরু করে তাকে দক্ষিণা দেওয়ার নামে তাদের নাচতেও বলতেন এই সাধু। একবার এক তরুণীকে তিনি ময়ূরের পেখম পরিয়ে ধর্ষণ করেছিলেন বলেও অভিযোগ পাওয়া গেছে। আর ওই নারীর অভিযোগের পরই তাকে গ্রেপ্তার করা হয়।

ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, এই সাধুর কাছে এক পরিবার আসে, যে পরিবারের তরুণীর ওপরই নজর পড়ে শান্তিসাগরের। তার বাবা-মার সঙ্গে কথা বলে ওই তরুণীকে শিষ্যা করে নেন তিনি। ধীরে ধীরে তরুণীকে মেসেজ এবং ফোন করতে শুরু করেন ওই সাধু। পাশাপাশি, জপের নামে ওই তরুণীর থেকে নগ্ন ছবিও চাইতেন তিনি।

একদিন তরুণীকে জপ করানোর নামে রাতে থেকে যেতে বলেন ওই সাধু। তার কথা শুনে তরুণী রাতে থেকে যান। এরপর ওই তরুণীকে নিজের ঘরে নিয়ে গিয়ে তাকে নগ্ন করে তার শরীরে ময়ূরের পাখা লাগিয়ে দেন। এরপর জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করেন।

তরুণী তার পরিবারের কাছে সমস্ত কিছু জানালে প্রথমে তার কথায় কারও বিশ্বাস হয়নি। মেডিকেল চেকআপ করার পরই তাকে ধর্ষণের বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে মা-বাবার কাছে। কিন্তু সমাজের ভয়ে পিছিয়ে আসেন তারা। বাধ্য হয়েই নির্যাতিতা পুলিশের কাছে গিয়ে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় ওই সাধুকে।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন