বাংলাপ্রেস ডেস্ক: কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়াজ মাখদুম মাছুম বিল্লাহ বলেছেন, ‘নাহিদ-হাসনাতরা এ দেশের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র শুরু করেছেন। কারণ তারা জানেন তাদের কোনো জনপ্রিয়তা নেই, তাদের কোনো ভোট নেই। তারা পিআর ও সংস্কারের কথা বলে মানুষকে বোকা বানাতে চান। তাদের ষড়যন্ত্র মানুষ বুঝে গেছে।
বুধবার (২০ আগস্ট) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মাছুম বিল্লাহ বলেন, ‘খুনি হাসিনা যেভাবে ৭১-এর বিপ্লবকে বাবার সম্পত্তি দাবি করত, তারাও (নাহিদ-হাসনাতরা) জুলাই গণ-অভ্যুত্থানকে বাপ-দাদার সম্পদ বানাতে চান। তাদের সাবধান করে বলতে চাই, জুলাই গণ-অভ্যুত্থান এ দেশের ছাত্র-জনতা ও মেহনতি মানুষের।’প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন।উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক খোরশেদ আলমের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন ডেভিড ও চৌদ্দগ্রাম পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইসহাক বেপারীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্যসচিব শরিফুল ইসলাম দুলাল, চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুন্নবী পাটোয়ারী নুরু, গিয়াস উদ্দিন, কুমিল্লা দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আনোয়ার হোসেন, যুগ্ম আহ্বায়ক এমদাদুল হক শিপন, আলমগীর হোসেন, সদস্য মন্জুর মোর্শেদ, মো. সোহরাব।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]