১৪ অক্টোবর ২০২৫

নিকারাগুয়ায় বিরোধীদের শক্তঘাঁটি সরকারের নিয়ন্ত্রণে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিকারাগুয়ায় বিরোধীদের শক্তঘাঁটি সরকারের নিয়ন্ত্রণে
  বাংলাপ্রেস অনলাইন : নিকারাগুয়ার প্রেসিডেন্ট ওর্তেগার অনুগত সৈন্যরা দেশটির সরকার বিরোধীদের শক্তঘাঁটি মাসাইয়া শহর দখলে নিয়েছে বলে সরকার মঙ্গলবার দাবি করেছে।তাছাড়া পাশ্ববর্তী মনিমবো শহর দখলের সময় সহিংস ঘটনায় একজন পুলিশসদস্যসহ দু’জন প্রাণ হারায়।খবর এএফপি/বাসস পুলিশ ও সরকারি আধা-সামরিক বাহিনীর সদস্যরা সমন্বিতভাবে মাসাইয়া ও মনিমবো শহরে অভিযান পরিচালনা করে।সরকারি ওয়েবসাইটে দাবি করা হয়, ‘মাসাইয়া ও মনিমবো শহর দু’টি অবরোধকারীদের থেকে এখন মুক্ত। জনসাধারন স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে।’ দেশটির মানবাধিকার সংস্থা এসোসিয়েশন অব হিউম্যান রাইটস সম্পাদক এলভারো লেইবা বলেন, ‘প্রেসিডেন্ট ওর্তেগার অনুগত নিরাপত্তা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে ও শক্তি প্রয়োগ করে শহর দু’টি তাদের নিয়ন্ত্রণে নিয়েছে।’মনিমবো শহরের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সাংবাদিকরা প্রবেশ করতে চাইলে সরকারী নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাদেরকে প্রবেশ করতে দেয়নি। গত সপ্তাহে ওর্তেগার পদত্যাগের দাবিতে ছাত্ররা শহর দু’টিতে ব্যাপক বিক্ষোভ করে আসছিলো। বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন