বাংলাপ্রেস অনলাইন: নির্বাচন হবে কি হবে না এ নিয়ে যে সংশয় বা আশঙ্কা ছিল তা কেটে গেছে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। আজ শনিবার রাজধানীর বনানী কার্যালয়ে দলের ডিজিটাল নির্বাচনী প্রচারণার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এরশাদ বলেন, বিএনপি নির্বাচনে না আসলে তিনশ আসনেই নির্বাচন করবে জাতীয় পার্টি। জাতীয় পার্টি নির্বাচনের জন্য শতভাগ প্রস্তুত। হাত-পা বাধা থাকলেও সব বাধা অতিক্রম করে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করবেই। দেশের উন্নয়ন নিশ্চিত করতে আগামী নির্বাচনে জনগণ জাতীয় পার্টিকে ভোট দিয়ে ক্ষমতায় আনবে বলেও আশা প্রকাশ করেন এরশাদ।
বাংলাপ্রেস/এফএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]