
নির্বাচন পরবর্তী সহিংসতা ছড়িয়ে পড়েছে জিম্বাবুয়ে

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম

বাংলাপ্রেস অনলাইন: জিম্বাবুয়ের প্রেসিডেন্ট নির্বাচনের বিজয়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট এমারসন নাঙ্গাগওয়া। ঘোষিত সবকটি প্রদেশের ফলাফলে ৫০ দশমিক ৮ ভাগ ভোটে জয়লাভ করেন তিনি। নিকটবর্তী বিরোধী দলীয় প্রার্থী নেলসন চামিসা পেয়েছেন ৪৪ দশমিক ৩ ভাগ ভোট। ফল প্রত্যাখ্যান করায় নির্বাচন কমিশনের মঞ্চ থেকে বিরোধী দলীয় প্রার্থীদেরকে সরিয়ে দেয় পুলিশ।
এদিকে নির্বাচনের পর ছড়িয়ে পড়েছে সহিংসতা। বুধবার সেনাবহিনীর গুলিতে বিরোধী জোটের কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির রাজপথে মহড়া দিচ্ছে সেনাবাহিনী ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা। রাজধানী হারারে’র দোকানপাট বন্ধ রয়েছে। পরিস্থিতিতে গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সহিংসতা নিরসনে বিদ্যমান সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন




আন্তর্জাতিক
গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস

আন্তর্জাতিক
ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
