১৪ অক্টোবর ২০২৫

নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে প্রধানমন্ত্রীর আহ্বান

বাংলাপ্রেস অনলাইন: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন এবং দেশের সুন্দর ভবিষ্যৎ গড়তে আরো কিছুটা সময় প্রয়োজন।’ এ কারণে আগামী নির্বাচনে আবারও নৌকায় ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানান তিনি। আবারও ক্ষমতায় এলে দেশকে দারিদ্র্যমুক্ত, দুর্নীতিমুক্ত করে উন্নয়নের ধারা এগিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী।

সোমবার রাতে দশম জাতীয় সংসদের সমাপনী ভাষণে এসব কথা বলেন শেখ হাসিনা। দশম জাতীয় সংসদের ৪১০ কার্যদিবসে মোট ১৯৩টি রেকর্ডসংখ্যক আইন পাস হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘শুধু আইন পাসেই নয়, এবারের সংসদে অশালীন কোনো ভাষা ব্যবহার হয়নি। তাই সংসদ সম্পর্কে মানুষের বিরূপ ধারণা দূর হয়েছে। গণতন্ত্রের ভিত মজবুত হয়েছে।’

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বিবরণ তুলে ধরে আগামীতে আবারও সরকার গঠনের সুযোগ চান প্রধানমন্ত্রী। শেখ হাসিনা বলেন, ‘এই যে মেগাপ্রজেক্টগুলো আমরা নিয়েছি, বড় বড় প্রজেক্টগুলো আমরা নিয়েছি, এই যে বাংলাদেশের মানুষের ভবিষ্যৎ গড়ে তুলতে চাই, আমাদের তরুণ প্রজন্মের জন্য একটা সুন্দর ভবিষ্যত গড়ে তোলার যে পদক্ষেপগুলো আমরা নিয়েছি সেগুলো সমাপ্ত করার জন্য আরো কিছু সময় আমাদের প্রয়োজন।’

প্রধানমন্ত্রী বলেন, ‘দেশবাসীকে অনুরোধ করব যে আপনারা আমাদের ভোট দিন। আবার সেবা করার সুযোগ দিন। ইনশা আল্লাহ এই বাংলাদেশ আর পিছিয়ে থাকবে না।’ শেখ হাসিনা বলেন, ‘গত ১০ বছরে তরুণ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর আগামী গড়তে যে পরিশ্রম করেছেন, সুফল আসতে শুরু করেছে।’ আগামীতে ক্ষমতায় গেলে দেশকে দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত করার পাশাপাশি যেসব উন্নয়ন করা হবে সে পরিকল্পনার কথাও তুলে ধরেন সংসদনেত্রী।

বাংলাপ্রেস/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন