
নিউ ইয়র্কে মেয়র প্রার্থী মামদানিকে হত্যার হুমকিদাতা অভিযুক্ত


মিনারা হেলেন: নিউ ইয়র্কের কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা ক্যাটজ জানিয়েছেন, টেক্সাসের প্লানো শহরের বাসিন্দা জেরেমি ফিস্টেল (৪৪)-এর বিরুদ্ধে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিমেম্বার ও মেয়র পদপ্রার্থী জোহরান মামদানিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে। গ্র্যান্ড জুরি তার বিরুদ্ধে ২২ দফা অভিযোগ গঠন করেছে, যার মধ্যে রয়েছে ঘৃণাজনিত সন্ত্রাসী হুমকি ও গুরুতর হয়রানি।
অভিযোগ অনুযায়ী, ফিস্টেল জুন থেকে জুলাই ২০২৫ পর্যন্ত মামদানির অফিসে একাধিকবার ভয়েসমেইল ও লিখিত বার্তা পাঠান। এতে তিনি মামদানিকে উগান্ডায় ফিরে যেতে বলেন, না হলে গুলি করে হত্যার হুমকি দেন। আরও বলা হয়, তার পরিবারকেও হত্যার যোগ্য বলে গালি-গালাজ করা হয়। এক পর্যায়ে তিনি লিখিত বার্তায় কামনা করেন, মামদানি ও তার পরিবার ক্যান্সারে আক্রান্ত হয়ে কিংবা সহিংস আক্রমণে মারা যাক।
ডিএ ক্যাটজ বলেন, 'কোনো নির্বাচিত কর্মকর্তাকে হুমকি দেওয়া গুরুতর অপরাধ। আমাদের রাজনৈতিক পরিসরে ঘৃণা ও সহিংসতার কোনো স্থান নেই।'
ফিস্টেলকে ১১ সেপ্টেম্বর টেক্সাসে গ্রেপ্তার করা হয় এবং ১৭ সেপ্টেম্বর কুইন্সে আনা হয়। দোষী সাব্যস্ত হলে তার সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। আদালত তাকে আগামী ১৯ নভেম্বর পুনরায় হাজির হওয়ার নির্দেশ দিয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি। সিএসআপনি এগুলোও পছন্দ করতে পারেন




গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প

ভারতের ৩ কাশির সিরাপের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কবার্তা
