১৪ অক্টোবর ২০২৫

নিউ ইয়র্কে রাজনৈতিক হামলার ব্যবস্থা নেওয়া হবে: তৌহিদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩১ বিকাল
নিউ ইয়র্কে রাজনৈতিক হামলার ব্যবস্থা নেওয়া হবে: তৌহিদ

ইমা এলিস: পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন শনিবার বলেছেন, যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর রাজনৈতিক নেতাদের ওপর সম্প্রতি ঘটে যাওয়া রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হামলার বিষয়ে সরকার যথাযথ ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, চারজন উপদেষ্টা এবং রাজনৈতিক নেতা একসাথে বসেছিলেন, এ বিষয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। নিউ ইয়র্ক মেরিয়ট মার্কুইস (১৫৩৫ ব্রডওয়ে), ম্যানহাটনে অনুষ্ঠিত 'এনআরবি কানেক্ট ডে: গ্লোবাল বাংলাদেশিদের ক্ষমতায়ন' শীর্ষক অনুষ্ঠানে প্রবাসী এক বাংলাদেশির প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তৌহিদ বলেন, কী ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে এবং কীভাবে তা কার্যকর করা হবে, সে বিষয়ে আলোচনা হয়েছে। উচ্ছেদকৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থকরা ২২ সেপ্টেম্বর জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের যুক্তরাষ্ট্র সফরে সঙ্গে থাকা রাজনৈতিক নেতাদের ওপর হামলা চালিয়েছিলেন বলে জানা গেছে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস।

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি নেতা হুমায়ুন কবির, জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের, জামায়াত নেতা মোহাম্মদ নকিবুর রহমান, ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন এবং এনসিপির ফার্স্ট সিনিয়র জয়েন্ট মেম্বার সেক্রেটারি ডা. তাসনিম জারা অংশগ্রহণ করেন।

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি। সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন