১৫ অক্টোবর ২০২৫

অবশেষে সানাই আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অবশেষে সানাই আটক

বিনোদন ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়ানোর অভিযোগে ঢাকাই সিনেমার নবাগত নায়িকা সানাই মাহবুব সুপ্রভাকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুর ৩টার দিকে রাজধানীর মগবাজার এলাকা থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাইবার ক্রাইম ইউনিট।

ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অভিনেত্রী সানাই মাহবুবকে কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য সাইবার নিরাপত্তা ও অপরাধ দমন বিভাগে নিয়ে আসা হয়েছে। উল্লেখ্য, গাজী মাহবুব পরিচালিত ‘ভালোবাসা ২৪/৭’ চলচ্চিত্রে কাজ করার ভেতর দিয়ে রূপালি জগতে পা রাখেন তিনি। প্রায় অর্ধ ডজন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে জানা গেছে।

মূলত, ব্রেস্ট ইমপ্ল্যান্ট করার সূত্র ধরেই মিডিয়ায় তার নাম চাউর হয়ে ওঠে। তবে শুধু আলোচিতই নন, কঠোর সমালোচনার মুখেও পড়তে হয়েছে এই অভিনেত্রীকে। প্রসঙ্গত, বিভিন্ন সময় ইন্টারনেটে অপেশাদার এবং অপ্রাসঙ্গিক ভিডিও ছড়িয়ে সমালোচনায় ছিলেন সানাই। জনপ্রিয়তা আর খ্যাতির নেশায় নিয়ম করেই নিজের শরীরের সস্তা অঙ্গভঙ্গি প্রকাশের নেশায় এতদিন যে বুদ হয়ে ছিলেন তিনি।

বেশিরভাগ মানুষই এই বিতর্কিত মডেলের এমন অশ্লীলতায় বিরক্ত ছিলেন অনেক বেশি। সানাইয়ের সস্তা আবেদনময়ী ভিডিওগুলোতেও হাজারো মানুষের প্রতিবাদ ছিলো কড়া সমালোচনায়। কিন্তু এসবের থোড়াই কেয়ার করেননি সানাই। বরং অশ্লীলতা আর বিকৃতির প্রকাশ করে চলেছেন আরও বেশি উৎসাহে!

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন