১৫ অক্টোবর ২০২৫

অডিশনের নামে জোর করে চুমু খেয়েছে পাভেল : অনুরূপা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অডিশনের নামে জোর করে চুমু খেয়েছে পাভেল : অনুরূপা

বিদেশ ডেস্ক: হলিউড, বলিউডের পর এবার #MeToo ঝড় আছড়ে পড়ল টলিউডেও৷ ‘রসগোল্লা’-র কারিগর পাভেলের বিরুদ্ধে উঠল অডিশনের নামে অশালীন আচরণের অভিযোগ৷ সোশ্যাল মিডিয়ায় চিত্রপরিচালকের বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী অনুরূপা চক্রবর্তী৷ যদিও অভিনেত্রীর অভিযোগ নস্যাৎ করে দিয়েছেন পরিচালক৷

ফেসবুক প্রোফাইলে পাভেলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অভিনেত্রী অনুরূপা৷ তিনি লেখেন, ‘‘ রসগোল্লায় কাজ দেওয়ার নাম করে পাভেল আমাকে অডিশনে ডাকে৷ আমি আসি৷ সামান্য কথা হয়৷ এরপর একদিন আমাকে পাভেল মেসেজ করেন৷ ওই মেসেজে লেখা ছিল আমি নাকি পাওলি দামের মতো দেখতে৷ ‘রসগোল্লা’-য় তাই আমাকে বাছা হয়েছে৷ এরপর নাকতলায় ডাকেন পাভেল৷ নাকতলায় একটি ফ্ল্যাটের ভিতর পাভেল আমার হাতে স্ক্রিপ্ট দেন৷ সেদিন একটুও মেকআপ করিনি আমি৷ চুলে তেল, ঢিলেঢালা পোশাকেই গিয়েছিলাম পাভেলের কাছে৷ কিছুক্ষণ কথাবার্তার পর আচমকাই পাভেল আমাকে জড়িয়ে ধরেন৷ চুমু খেতেও শুরু করেন৷ কোনওক্রমে আমি তাকে থামাই৷’’ অভিনেত্রীর অভিযোগ, এখানেই থেমে যাননি পাভেল৷ এরপরও একাধিকবার মেসেজে পাভেলের সঙ্গে কথা হয় অনুরূপার৷ অভিনেত্রীর দাবি, মেসেজে নিজের স্ত্রীকে নিয়ে নানা কথা বলেছিলেন পাভেল৷ তাঁর দাম্পত্য জীবন সুখের নয় বলেও নাকি অনুরূপাকে জানান৷

এমনকী, মেসেজেই অনুরূপাকে বিয়েরও প্রস্তাব দেন পাভেল৷ এরপরই তাঁদের পরিচিতদের সঙ্গে কথা বলেন অনুরূপা৷ তাতেই মন ভেঙে যায় অভিনেত্রীর৷ তিনি জানতে পারেন, পাভেলের সঙ্গে তাঁর স্ত্রীর সম্পর্ক বেশ ভাল৷ এসব জানার পর বিয়ের প্রস্তাব খারিজ করে দেন অনুরূপা৷ অভিনেত্রীর অভিযোগ, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় পাভেল তাঁকে কাজ করতে না দেওয়ার হুমকি দিয়েছেন৷

ক্রমাগত চাপের জেরে মানসিক অবসাদে ভুগছেন অনুরূপা৷ তাই বাধ্য হয়ে সোশ্যাল মিডিয়ায় পাভেলের বিরুদ্ধে সরব হয়েছেন তিনি৷ যদিও অনুরূপার অভিযোগ অস্বীকার করেছেন পাভেল৷ স্বপক্ষে তাঁর পালটা যুক্তি, ‘‘এতদিন কেন মুখ বুজে সব কিছু সহ্য করলেন অনুরূপা? মেসেজেই বা কেন কথোপকথন বজায় রেখেছিলেন তিনি?’’ তবে এ বিষয়ে এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি অনুরূপার৷

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন