১৪ অক্টোবর ২০২৫

ঐক্যের শক্তি নিয়ে জনগণের অধিকার নিশ্চিত করবো:ড. কামাল হোসেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
ঐক্যের শক্তি নিয়ে জনগণের অধিকার নিশ্চিত করবো:ড. কামাল হোসেন

বাংলাপ্রেস অনলাইন: গণফোরাম সভাপতি ও জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন বলেছেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্যই আমরা জনগণের ঐক্য প্রচেষ্টার কাজে নিয়োজিত। অতীতের সব গণতান্ত্রিক আন্দোলনে আমরা সফল হয়েছি। দৃঢ়ভাবে বিশ্বাস করি, জনগণের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলন অবশ্যই সফল হবে ।রোববার (০৭ অক্টোবর) বিকেলে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘ভোটের অধিকারের দাবিতে’ আয়োজিত মানববন্ধনে সভাপতির বক্তব্যে এ কথা বলেন তিনি।ড. কামাল বলেন, আমরা যেখানে যাই অসাধারণ সাড়া পাই। আজকে আপনাদের উপস্থিতি আমাদের এই আশ্বাসটা দিচ্ছে যে, আমাদের ১৬ কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে পরিবর্তন আনবে। পরিবর্তন আনতে হলে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের কোনো বিকল্প নেই।

‘গায়েবি’ মামলার কথা উল্লেখ করে ড. কামাল বলেন, নির্বাচন পর্যন্ত কাউকে গ্রেফতার না করা, নতুন কোনো মামলা না দেওয়াসহ আমরা কয়েকটি দাবি জানিয়েছি। কিন্তু সরকার উল্টোটা করছে। সব রাজবন্দিদের মুক্ত করতে হবে, মুক্তি দিতে হবে।বিরোধী দলীয় নেতাকর্মীদের নামে হাজার হাজার গায়েবি মামলা দেওয়া হচ্ছে অভিযোগ করে জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক বলেন, ‘আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এই দেশটা কোনো ব্যক্তির না, কোনো দলের না, কোনো পরিবারের না। আমাদের সবার। অতীতের মতো এবারও আমাদের ঐক্যবদ্ধ আন্দোলন সফল হবে। ঐক্যের শক্তি নিয়ে জনগণের অধিকার নিশ্চিত করবো।’

দেশে লুটপাট চলছে উল্লেখ করে ড. কামাল বলেন, দেশ জনগণের মালিকানায় না থাকলে পাইকারিভাবে লুটপাট হয়, জনগণের সম্পত্তি পাচার হয়। দেশে এখন এটাই চলছে। হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হচ্ছে। স্বাধীনতার প্রতিশ্রুতি পালন হচ্ছে না। জনগণকে দেশের মালিকানা ভোগ করতে হলে মালিকের ভূমিকা অবশ্যই রাখতে হবে। সে ভূমিকা রাখার জন্যই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমীন প্রমুখ। এছাড়া ইসলামী ঐক্যজোট, গণদল, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ ন্যাপের নেতারাও বক্তব্যদেন।মানববন্ধন থেকে নতুন কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি। পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন