১৪ অক্টোবর ২০২৫

অর্থ লেনদেন করতে পারবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
অর্থ লেনদেন করতে পারবে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা

জীবনযাপন ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান ঘটতে চলেছে। চলতি বছরেই হোয়াটসঅ্যাপে অর্থের লেনদেন করতে পারবেন ইউজাররা। অর্থাৎ জীবন এখন আরও সহজ।

ব্যস্ত জীবনে এখন সবই হোয়াটসঅ্যাপে সারেন সকলে। এবার থেকে অর্থের লেনদেনও করা যাবে এই মেসেজিং অ্যাপে। হোয়াটসঅ্যাপের প্রধান উইল ক্যাথকার্ট জানান, দীর্ঘ পরীক্ষা-নিরীক্ষার পর এবছরই এই নয়া পরিষেবা চালু হতে চলেছে।

ভারতীয় বাজারে পেটিএম, ফোনপে, আলিবাবা, গুগল পে-র মতো একগুচ্ছ পেমেন্ট অ্যাপ রয়েছে। এবার তাদের সঙ্গে লড়াইয়ে নামছে হোয়াটসঅ্যাপও। সস্তা ইন্টারনেটের যুগে জনপ্রিয়তার নিরিখে অন্যান্য অ্যাপ থেকে অনেকটাই এগিয়ে মেসেজিং অ্যাপটি। সেই কারণে ফেসবুকের অধীনস্ত এই ডিজিটাল প্ল্যাটফর্মটি বাকিদের যে জোর টক্কর দেবে, তেমনটাই আশা।

দীর্ঘদিন ধরেই পেমেন্ট পরিষেবা চালু করার প্রস্তুতি নিচ্ছিল এই অ্যাপ। কিন্তু অ্যাপের মাধ্যমে কিছু ভুয়ো খবর ছড়িয়ে পড়ায় সেই প্রকল্প স্থগিত রাখতে হয়েছিল। তবে এবার আর কোনও বাধা নেই। ফেসবুক কর্তা মার্ক জুকারবার্গ বলেন, “আইনের অনুমতি মেলার অপেক্ষায় রয়েছি। তবে শুধু ভারতেই নয়, অন্যান্য দেশেও আগামী বছরের মধ্যে এই পরিষেবা চালু করার কথা ভাবা হচ্ছে।” এদেশে বর্তমানে হোয়াটসঅ্যাপের ইউজার সংখ্যা ৪০ কোটি। তাই এই অ্যাপে অর্থ লেনদেন পরিষেবা চালু হলে অন্যান্য পেমেন্ট অ্যাপগুলি যে চাপে পড়বে, তা বলাই যায়।

ক্যাথকার্ট জানান, গ্রাহকদের এই পরিষেবা দেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন তাঁরা। এদেশে বেশ কয়েকটি ডিজিটাল পেমেন্ট পরিষেবার জন্য Unified Payments Interface বা ইউপিআই ব্যবহার করে থাকে। হোয়াটসঅ্যাপও তাই করবে। কোম্পানির এই ঘোষণার পর স্বাভাবিকভাবে ইউজারদের মুখে চওড়া হাসি। কারণ এবার একই অ্যাপে যেমন চ্যাটিংয়ের পাশাপাশি ভিডিও-অডিও-ছবি পাঠানো যাবে, তেমন টাকার লেনদেনও করা যাবে অনায়াসে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন