১৪ অক্টোবর ২০২৫

অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন স্কট মরিসন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন স্কট মরিসন

বাংলাপ্রেস অনলাইন : অস্ট্রেলিয়ার বর্তমান অর্থমন্ত্রী স্কট মরিসন দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। লিবারেল পার্টির দলীয় কন্দল নাটকীয় পর্যায়ে পৌঁছানোর পর তিনি দলীয় ভোটাভুটিতে প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন। দলের প্রধান ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হতে অভিবাসন ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সদ্য সরে যাওয়া পিটার ডাটনের জোরালো চ্যালেঞ্জ মোকাবেলা করে মরিসন প্রধানমন্ত্রী মনোনীত হন। খবর এএফপি’র।

বর্তমান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের বিশ্বস্ত সহকর্মী মরিসন দলীয় ভোটাভুটিতে ৪৫-৪০ ভোটের ব্যবধানে জয়লাভ করেন। বর্তমান প্রধানমন্ত্রী চার্নবুল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেননি।টার্নবুলের আরেক সহযোগী পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ এ পদে প্রতিদ্বন্দ্বীতা করলেও প্রথম দফার ভোটেই তিন বাদ পড়েন।পরিবেশ ও জ্বালানি মন্ত্রী জোস ফ্রাইদেনবার্গ লিবারেল পার্টির উপনেতা নির্বাচিত হয়েছেন।লিবারেল পার্টির হুইপ নলা মরিনো বলেন, ‘স্কট হলেন সফল প্রার্থী।’ পিটার ডাটনের বিপক্ষে তিনি ৪৫-৪০ ভোটে জয়লাভ করেন।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন