১৪ অক্টোবর ২০২৫

পাকিস্তানে ভারতীয় সব সিনেমা প্রদর্শনী নিষিদ্ধ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাকিস্তানে ভারতীয় সব সিনেমা প্রদর্শনী নিষিদ্ধ

বিনোদন ডেস্ক : সকল ধরণের ভারতীয় সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান। এখন থেকে পাকিস্তানে কোন বলিউডের সিনেমার মুক্তি দেওয়া হবে না বা প্রদর্শনী চলবে না বলে জানিয়েছে পাকিস্তান।​

কাশ্মীরের পুলওয়ামাতে হামালায় কেন্দ্র করে দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দেশ দুইটি একে অপরের দেশে হামলা চালিয়েছে বলে দাবি করছে। তারই প্রেক্ষিতে ভারতীয় সিনেমা নিষিদ্ধ ঘোষণা করলো পাকিস্তান।

এখন থেকে পাকিস্তানে কোন ভারতীয় সিনেমা প্রদর্শনী করা যাবে না বলে বলা হয়েছে। পাকিস্তানের চলচিত্র কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে বলা হয়েছে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী টুইটারে এ তথ্য জানায়।

গত ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ৪৪ জওয়ান নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪০ জনেরও বেশি। এরপর পাল্টা জবাব হিসেবে মঙ্গলবার পাকিস্তানের সীমানা ভেদ করে হামলা চালায় ভারতীয় বিমান বাহিনী। এতে ৩০০ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি ভারতের। তবে পাকিস্তান ভারতের এসব দাবি প্রত্যাখান করেছে। অন্যদিকে পাকিস্তান সীমানা লংঘনের দায়ে বুধবার ভারতে হামলা চালিয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। দেশ দুইটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন