১৪ অক্টোবর ২০২৫

পাটগ্রামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পাটগ্রামে ট্রাক চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

মামুনুর রশিদ (মিঠু), লালমনিরহাট থেকে : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকের চাপায় খোরশেদ আলম (৩২) ও আরিফ হোসেন (৩৪) নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১১ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার বাউরা ইউনিয়নের মেছেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই জনের বাড়ি সদর উপজেলার গোশালা বাজার এলাকায় বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, বাউড়া ইউনিয়নের মেছেরহাট এলাকায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের চাপায় খোরশেদ আলম ও আরিফ হোসেন নামে দুই মটরসাইকেল আরোহী নিহত হয়। এসময় ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পাটগ্রাম থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। এ ব্যাপারে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আরজু মোঃ সাজ্জাদ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার পর পরই দুর্ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন