-68eba6bfe183f.jpg)
পল্লী অঞ্চলে স্বাস্থ্য সেবা নিশ্চিত করছে কমিউনিটি ক্লিনিক : সিভিল সার্জন ডাঃ শাহ আলম



মোহাম্মদ জাকারিয়া ব্রাহ্মণবাড়ীয়া থেকে: ব্রাক্ষণবাড়ীয়া নবীনগর উপজেলার বাঙ্গরা গ্রামে কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রাক্ষণবাড়ীয়া জেলা সিভিল সার্জন ডা.মোঃ শাহ আলম বলেছেন বর্তমান সরকার সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ক্ষমতায় আসার পরে বিগত চারদলীয় জোট সরকারের আমলে বন্ধ করে দেয়া সকল কমিউনিটি ক্লিনিক গুলোকে পূণরায় চালু করেছে। কমিউনিটি ক্লিনিকে ৩০ ধরনের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে সবার কাছে সেবা পৌঁছে দিতে এ ক্লিনিক প্রধান ভূমিকা রাখবে।
সিভিল সার্জন বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার অন্যতম এই উদ্যোগ এখানে ব্যাপক সফলতা অর্জন করছে। সম্পূর্ণ সরকারিভাবে স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পল্লী অঞ্চলের মানুষের জীবনমান উন্নত করবে বলে।
শনিবার সকালে সদ্য উদ্ভোধনকৃত বাঙ্গরা কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে স্থানীয় স্কুল শিক্ষক মোঃ রিপন মিয়ার পরিচালনায় ও কমিউনিটি ক্লিনিকের ভূমি দাতা আলহাজ্ব ফোরকানুল ইসলামের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক,নবীনগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কল্লোল।এ সমইয় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি,সাংবাদিক,সমাজ সেবক ও শুশিল সমাজের লোকজন। কমিউনিটি ক্লিনিকের শুভ উদ্ভোধন শেষে মোনাজাত করেন মাওলানা মোঃ হেলাল উদ্দীন ।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
