১৪ অক্টোবর ২০২৫

প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৪৯ পিএম
প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান বস্তিবাসীরা

বাংলাপ্রেস ডেস্ক:  টানা ২ মাস যাবৎ দুই দফা দাবিতে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেও কোনো সফলতা পাননি।  এবার তারা প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চান। 

রাজধানীর জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গনে রোববার দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আব্দুর রহিম এ দাবি জানান। 

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি কিন্তু কার্যকর কোনো সমাধান হচ্ছে না। এজন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এর সাথে সাক্ষাৎ করতে চাই। আশাকরি, তিনি আমাদের কথা শুনলে দ্রুত বিষয় দুটির সমাধান হবে। এসময় শতশত বস্তিবাসী এবং মুক্তিযোদ্ধা পরিবার ও সংগ্রাম পরিষদের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সংবাদ সম্মেলন শেষে আন্দোলনকারীরা মিছিল নিয়ে দুর্নীতি দমন কমিশন-দুদক এর সামনে গিয়ে অবস্থান নেয়। এসময় মো. আব্দুর রহিম এর নেতৃত্বে ৫ সদস্যের একটি টিম দুদকের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাৎ করেন। এসময় আন্দোলনকারীদের অভিযোগ শুনে মহাপরিচালক পূর্বের তদন্তাধীন বিষয়ে ভূমি মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট জড়িত দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান।  

সংবাদ সম্মেলনে আব্দুর রহিম বলেন, কলমিলতা বাজারের ক্ষতিপূরণ আদায় ও মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্প বাস্তবায়ন চুক্তি ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক বাতিল আদেশ প্রত্যাহারসহ সারাদেশে বস্তি পুনর্বাসনের দাবিতে আমরা টানা ৬০ দিনযাবৎ জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি দুটি মেনে নিতে সরকারকে বারবার অনুরোধ করছি কিন্তু সরকার সাড়া দিচ্ছে না। আবারও অনুরোধ করছি, হামলা মামলা গ্রেফতার ও পুলিশি নির্যাতন করে আমাদের ন্যায্য দাবি দাবিয়ে রাখতে পারবেন না।  অতিদ্রুত আমাদের দাবি মেনে না নিলে আমরা কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবো।  ফলশ্রুতিতে পরিস্থিতি ঘোলাটে হলে তার দায় সরকারকেই নিতে হবে।  

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন