
প্রধানমন্ত্রী-বদরুদ্দোজা চৌধুরী সংলাপ ২ নভেম্বর

বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম


বাংলাপ্রেস অনলাইন: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি একিউএম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বাধীন যুক্তফ্রন্টের সংলাপের আহ্বানেও সাড়া দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী ২ নভেম্বর গণভবনে যুক্তফ্রন্টের সঙ্গে প্রধানমন্ত্রী সংলাপে বসবেন বলে আওয়ামী লীগ সূত্র নিশ্চিত করেছে।
এর আগে বিকল্পধারার পক্ষ থেকে সংলাপের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দেন বি চৌধুরী। চিঠি দেয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার উমর ফারুক।
সূত্র জানায়, মঙ্গলবার দলের প্রেসিডিয়াম বৈঠকে গৃহীত এক প্রস্তাবে সংলাপে বসার আগ্রহ প্রকাশ করার সিদ্ধান্ত নেয় বিকল্পধারা। সেই সিদ্ধান্তের আলোকে প্রধানমন্ত্রীকে বি চৌধুরী চিঠি লেখেন।
বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন

রাজনীতি
৩ ঘন্টা আগে
by বাংলা প্রেস



.jpg)
