
প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ইমরান খান


বাংলাপ্রেস অনলাইন : পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন ক্রিকেট তারকা ইমরান খান। গত ২৫ জুলাইয়ের নির্বাচনে তার দল বিজয়ী হওয়ায় শনিবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা গ্রহণ করলেন তিনি ।তার এই বিজয়ে পাকিস্তানে দীর্ঘদিনের পরিবারতন্ত্রের অবসান এবং বিশেষ দুটি দলের বাইরে কোন দল ক্ষমতা গ্রহণ করল।
ঐতিহ্যগত কালো শেরোয়ানী গায়ে ইমরান খানের শপথ বাক্য পাঠ করান দেশটির প্রসিডেন্ট মামনুন হোসেন। ইমরান খান সততা ও বিশ্বাসের ভিত্তিতে তার কাঁধে অর্পিত দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।এর একদিন আগে খান (৬৫) জাতীয় পরিষদে আস্থা ভোটে নির্বাচিত হন। ধারণা করা হচ্ছে তিনি একটি জোট সরকারের নেতৃত্ব দেবেন।এদিকে দেশটির বিরোধী দলগুলো নির্বাচনে সেনাবাহিনী নগ্নভাবে ইমরানের পক্ষে হস্তক্ষেপ করেছে বলে জোর অভিযোগ করেছে।তবে সেনাবাহিনী ও ইমরান খান নির্বাচনে কারচুপি ও পক্ষপাতিত্বের অভিযোগ নাকচ করেছেন
বাংলাপ্রেস /এফএস
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
