১৪ অক্টোবর ২০২৫

প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান উর্দু ভাষীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
প্রধানমন্ত্রীর দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান উর্দু ভাষীরা

এম.আর আলী টুটুল, সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধিঃ প্রধানমন্ত্রির দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন চান উর্দ্দু ভাষিদের সংগঠন এস.পি.জি.আর.সির জুগ্ম সাধারন সম্পাদক ও মরহুম নাসিম খান এর ছেলে হারুন অর রশিদ ও ঐ সংগঠনের সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর।

গতকাল সৈয়দপুর শহরের এক আবাসিক হোটেলে মতবিনিময় কালে তারা তাদের ওই দাবি জানান। মরহুম নাসিম খান এর ছেলে হারুন অর রশিদ জানান সারা দেশের ন্যায় সৈয়দপুরসহ ১৩ জেলার ৭০ ক্যাম্পে বসবাসরত উর্দ্দু ভাষিরা নৌকার পক্ষে কাজ করে যাচ্ছেন।

সংসদ নির্বাচনসহ পৌর নির্বাচনে উর্দ্দু ভাষিরা নৌকার পক্ষে কাজ করে নির্বাচিত করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থিদের। প্রতিটি নির্বাচনের পূর্বে বলা হয়েছিল রেলের জমিতে বসবাসরত উর্দ্দু ভাষিদের উচ্ছেদ না করে পুর্নবাসনের ব্যবস্থা করা হবে। ক্যাম্পে বসবাসরত উর্দ্দু ভাষিদের নির্মান করে দেয়া হবে বহুতল ভবন। বিদ্যুৎ সুবিধা ও পানি সুবিধার পাশাপাশি প্রতিজনের রেশন কার্ড করে দেওয়া হবে। কিন্তু এ প্রতিশ্রতি যেন ভোট প্রাপ্তির আগমুহুর্ত পর্যন্ত। উর্দ্দু ভাষিদের ভোট নেয়ার পর সকলেই ভুলে যান প্রতিশ্রতির কথা। তিনি বলেন প্রধানমন্ত্রি শেখ হাসিনা যা বলেন দেশের উন্নয়নের জন্য তাই বাস্তবায়ন করেন তিনি। মানবতার মা হিসেবে সারা বিশ্বে পরিচিতি ও সুনাম লাভ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১১ লাখ রোহিঙ্গা শরনার্থিদের বাসস্থান দেয়া, সমুদ্র বিজয়, নিজ অর্থে পদ্মা সেতু নির্মানসহ একাধিক উন্নয়ন কর্মকান্ডে নজির স্থাপন ও বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন বিদ্যুৎ গতিতে।

এছাড়া করোনা কালিন সময়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কিন্তু দেশের ১৩ জেলার ৭০ ক্যাম্পে বসবাসরত উর্দ্দুভাষীদের সমস্যা ৫০ বছরেও সমাধান হয়নি। অপরদিকে বাস্থহারা মানুষদের বসবাসের জন্য আধুনিক ভাবে ঘরবাড়ী নির্মান করা হলেও স¤প্রতি ১১ নং মিরপুরে উর্দ্দুভাষীদের কয়েকটি ক্যাম্প ঢাকা সিটি কর্পোরেশন গুড়িয়ে দিয়েছে। উচ্ছেদের হুমকি দেয়া হয়েছে সৈয়দপুর, রংপুর ও বদরগঞ্জ এ রেলের জমিতে বসবাসরত উর্দ্দুভাষীদের। এস.পি.জি.আর.সির সৈয়দপুর শাখার সভাপতি রেয়াজ আকবর জানান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিব শতবর্ষ উপলক্ষে ৭০ লাখ গৃহহীন পরিবারকে গৃহ করে দেয়ার অঙ্গিকার করেন। পাশাপাশি গৃহহীনদের বসবাসের ব্যবস্থা করার ও অঙ্গিকার করলেও উর্দ্দু ভাষীদের ভোটপ্রাপ্তির পর তাদের ক্যাম্প উচ্ছেদ করার হুমকি দেয়া হচ্ছে। তিনি বলেন গত ২৮ ফেব্রয়ারী অনুষ্ঠিত হয় সৈয়দপুর পৌরসভা নির্বাচন।

এ নির্বাচন উপলক্ষে ২৬ ফেব্রয়ারী সৈয়দপুর রেলওয়ে ক্লাব এ উর্দ্দুভাষিদের পক্ষে আয়োজিত নির্বাচনী জনসভায় আওয়ামি লীগ এর প্রেসিডিয়াম সদস্য এ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক উর্দ্দুভাষিদের বলেন নৌকায় ভোট দিয়ে রাফিকা আক্তার জাহানকে মেয়র নির্বাচিত করলে উর্দ্দুভাষিদের সকল সমস্যার সমাধান করা হবে। ২৩ ফেব্রুয়ারী হতে কেন্দ্রীয় এসপিজিআরসি নেতারাসহ সৈয়দপুরের নেতৃবৃন্দ নৌকার পক্ষে কাজ করেন। আওয়ামিলীগ ওই নেতার প্রতিশ্রতিতে উর্দ্দুভাষিরা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন নৌকার প্রার্থি রাফিকা আক্তার জাহানকে। প্রধানমন্ত্রীসহ আওয়ামীলীগ এর কেন্দ্রিয় ত্রৃণমূল নেতার প্রতিশ্রতি মোতাবেক উর্দ্দুভাষিরা নৌকার পক্ষে কাজ করে গেলেও আজও বাস্তবায়ন হয়নি উর্দ্দুভাষিদের দেয়া প্রতিশ্রতির। তাই উদ্দুভাষিদের সকল দিক বিবেচনা করে প্রতিশ্রতির বাস্তবায়ন করার জোর দাবী জানান তারা।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন