১৫ অক্টোবর ২০২৫

প্রেম করছেন মধুমিতা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
প্রেম করছেন মধুমিতা!
বাংলাপ্রেস ডেস্ক: ছোট পর্দা থেকে ওটিটি হয়ে বড় পর্দায় তাঁর অবাধ বিচরণ। টলিউডে দাপিয়ে বেড়াচ্ছেন মধুমিতা সরকার। শুধু অভিনয় নয়; মডেলিংয়েও তিনি সিদ্ধহস্ত। ১৮ বছর না পেরোতেই অভিনেতা সৌরভকে বিয়ে করেন মধুমিতা সরকার। ২০১৯ সালে পরিচালক সৌরভ চক্রবর্তীর সঙ্গে বিয়ে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। তার পর থেকে আর কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জন শোনা যায়নি অভিনেত্রী সম্পর্কে। তাঁর নেশা বেড়াতে যাওয়া। সমাজমাধ্যমের পাতায় পাওয়া যায় নানা রকম ছবি। বেড়াতে যাওয়ার ক্ষেত্রেও অভিনেত্রীর পছন্দ একাকিত্ব। ‘সোলো ট্রাভেল’-এর নানা মুহূর্ত তিনি ভাগ করে নেন সমাজমাধ্যমে। গত পাঁচ বছরে তিনি টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গল’ অভিনেত্রী ছিলেন। ফলে এতদিন সবার মনে একটাই প্রশ্ন ঘুরপাক খেয়েছে বারবার। টলিউডের এই সুন্দরী, সবার প্রিয় ‘পাখি’ এত দিন সিঙ্গেল কেন? এই দুর্গাপূজায় নিজের জীবনের নতুন আরম্ভের কথা জানালেন; ভক্তদের জন্য সুখবর দিলেন মধুমিতা। মহাসপ্তমীর রাতে প্রেমিকের হাতে হাত রেখে নতুন শুরুর কথা ঘোষণা করলেন। সেদিন মধুমিতা তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করেন। যেখানে মধুমিতার হাতের ওপর রাখা আরেকটি হাত। চারপাশে নিস্তব্ধতা। এই ছবি শেয়ার করে এ অভিনেত্রী লিখলেন, ‘নতুন শুরু’। এর পর প্রকাশ করলেন আরও একটি ছবি। সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে রং মিলিয়ে শার্ট পরেছিলেন তাঁর প্রেমিক। এই দুটো ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে শুরু হয় নানা আলোচনা। জানা যায়, মধুমিতার প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। ভারতীয় একাধিক গণমাধ্যমে মধুমিতা বলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’ তবে কি খুব শিগগিরই চার হাত এক হবে– এমন প্রশ্নের জবাবে এ অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তাঁর প্রেমিক অভিনয় জগতের কেউ নন। তিনি তথ্যপ্রযুক্তি জগতের সঙ্গে যুক্ত বলে জানা যাচ্ছে। সমাজমাধ্যমের পাতায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। দেবমাল্য কী করে– সে প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘সে কী করে, তা এখনও বলতে চাই না। একটু চাপা থাক।’ বিপি/টিআই
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন