-68eba6bfe183f.jpg)
প্রিয়া প্রকাশের চুম্বন ভিডিও ভাইরাল (ভিডিও সহ)



বিনোদন ডেস্ক : ভাইরাল হল প্রিয়া প্রকাশ ভারিয়ারের নতুন একটি ভিডিও। এ বারের ভিডিওতে চোখ মেরে নয়, চুম্বন করছেন তিনি।
চোখ মেরে গত বছরই বিখ্যাত হয়েছিলেন প্রিয়া প্রকাশ ভারিয়ার। খুনসুটির সেই ছোট্ট ভিডিওটি নেটিজেনদের মন জয় করে নিয়েছিল। এ বার ভাইরাল হল প্রিয়া প্রকাশ ভারিয়ারের নতুন একটি ভিডিও। নতুন ভিডিওতে চোখ মেরে নয়, সহ অভিনেতা রোশন আব্দুল রউফকে চুম্বন করছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, মালয়লম ছবি ‘ওরু আধার লাভ’-এর নতুন একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। সেখানে রোশন আর প্রিয়াকে স্কুলের পোশাক পরে একসঙ্গে চুম্বন করতে দেখা যাচ্ছে। ভিডিওটি ভাইরাল হতে বেশি সময় নেয়নি।
[embed]http://www.youtube.com/watch?v=MWwZlaM5yKA&feature=youtu.be[/embed]সম্প্রতি বলিউডেও পা রেখেছেন প্রিয়া। ‘শ্রীদেবী বাংলো’ ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে এই অভিনেত্রীকে। ফেব্রুয়ারির ১৪ তারিখ মুক্তি পাবে ‘ওরু আধার লাভ’ ছবিটি। এই ছবির ৩০ সেকেন্ডের একটি ভিডিওই গত বছর জনপ্রিয়তার শিখরে নিয়ে গিয়েছিল ১৯ বছর বয়সী এই অভিনেত্রীকে। এখন দেখার ছবিটি দর্শকদের মনে কেমন জায়গা করে নেয়।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
-68eba6bfe183f.jpg)




নেত্রকোনার পূর্বধলায় ভাষা সৈনিক ইউনুস আলীর রাষ্ট্রীয় মর্যদায় দাফন সম্পন্ন
