১৪ অক্টোবর ২০২৫

প্রকাশ্যে না আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের অনথিভুক্ত অভিবাসীরা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
প্রকাশ্যে না আসার চেষ্টা করছে যুক্তরাষ্ট্রের অনথিভুক্ত অভিবাসীরা

নোমান সাবিত: সোমবার থেকে হিস্পানিক হেরিটেজ মাস শুরু হলেও অভিবাসন দমন অভিযানের আশঙ্কায় অনেক শহরের কর্তৃপক্ষ উৎসব বাতিল করেছে।

ওরেগন থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত বহু শহরে মেক্সিকোর স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যেগুলো সাধারণত ১৫ সেপ্টেম্বরের আগের রাতে বড় সমাবেশ দিয়ে শুরু হয়।

অভিবাসী অধ্যুষিত পাড়া-প্রতিবেশীর শহর শিকাগোযেটিকে সম্প্রতি হোয়াইট হাউস আগামী দিনে অভিবাসন দমন অভিযানের লক্ষ্য শহর হিসেবে তালিকাভুক্ত করেছেতারাও 'গ্রিতো' উৎসব বাতিল করেছে।

শুক্রবার এক ব্যক্তি গ্রেপ্তার এড়াতে গাড়ি চালিয়ে অফিসারদের দিকে ধেয়ে আসেন এবং একজনকে গাড়িতে টেনে নিয়ে যান, তখন এক ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্ট গুলি চালিয়ে তাকে হত্যা করে। এই ঘটনার আগেই উৎসব বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে এল পাসোর মতো শহরে, যেখানে বড় শহরের মতো ব্যাপক আইসিই অভিযান হয়নি, সেখানে উৎসব পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী চলবে।

বর্ডার রিপোর্ট লাইভ-এর এই পর্বে সংবাদদাতা জুলিয়ান রেসেন্ডিজ এবং সঞ্চালক রুডি মিরেলেস আলোচনা করেছেন, কিভাবে কিছু কর্মকর্তারা এই উৎসবগুলোকে হিস্পানিক সংস্কৃতি শেখা এবং শেখানোর সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছেন।

সম্প্রতি এল পাসো কাউন্টির বিচারক রিকার্ডো সামানিয়েগো বর্ডার রিপোর্ট-কে বলেন, হিস্পানিক হেরিটেজ মাস শুধু উৎসব নয়।

তিনি বলেন, 'এটি একটি সুযোগ, যাতে আমরা হিস্পানিক হিসেবে আমাদের অবদান এবং আমাদের উন্মুক্ততা বিশ্বকে দেখাতে পারি।'

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন