১৪ অক্টোবর ২০২৫

পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
পৃথিবীর দিকে ধেয়ে আসছে দৈত্যাকার গ্রহাণু

বাংলাপ্রেস ডেস্ক: পৃথিবীর দিকে ধেয়ে আসছে এক দৈত্যাকার গ্রহাণু। এটি এমন গতিতে এগিয়ে আসছে যে, বিজ্ঞানীদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এই গ্রহাণুটির নাম দেয়া হয়েছে ২০১৯-সিওআই। বিজ্ঞানীরা বলছেন, বুধবার দুপুরের দিকে পৃথিবীর সবচাইতে কাছে চলে আসবে দৈত্যাকার এই গ্রহাণু। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য মতে, গ্রহাণুটির দৈর্ঘ্য ৭৮ ফুট। যা প্রথম দেখা গিয়েছিল চলতি বছরের ৪ ফেব্রুয়ারি৷ সংস্থাটি বলছে, পৃথিবীতে গ্রহাণুটি আছড়ে পড়ার সম্ভাবনা অনেক কম। তবে ব্যতিক্রম কিছু ঘটলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হবে। বুধবার গ্রহাণুটি পৃথিবী থেকে মাত্র ১২ লক্ষ ৬০ হাজার কিলোমিটার দূরে অবস্থান করবে।

জ্যোতির্বিজ্ঞানী দেবীপ্রসাদ দুয়ারি জানান, এমন ধরনের গ্রহাণু সাধারণত পৃথিবীর কক্ষপথ ছেদ করে। যা আমাদের চিন্তার কারণ। পাশাপাশি গ্রহাণুটি পৃথিবী থেকে প্রায় ১৩ লক্ষ হাজার কিলোমিটার দূরে অবস্থান করবে। এটি খুব কাছে বলে মনে না হলেও, মহাজাগতিক হিসাবে এই দূরত্ব অনেক কম।বিজ্ঞানীরা বলছেন, এই গ্রহাণু পৃথিবীতে আছড়ে পড়লে ভয়ঙ্কর ঘটনা ঘটবে। ফলে বিশ্বের সকল জ্যোতির্বিজ্ঞানীরা এই মুহূর্তে ২০১৯-সিওআই নামের এই গ্রহাণুর দিকে সতর্ক দৃষ্টি রাখছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন