১৪ অক্টোবর ২০২৫

পুনরায় পার্টির চেয়ারম্যান র্নিবাচিত হলেন এরদোগান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
পুনরায়  পার্টির চেয়ারম্যান র্নিবাচিত হলেন এরদোগান

বাংলাপ্রেস অনলাইন : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপে এরদোগান তার দল ক্ষমতাসীন জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান পুনর্নিবাচিত হয়েছেন। আঙ্কারায় পার্টির ষষ্ঠ কংগ্রেসে ভোটে তিনি চেয়ারম্যান পদে নির্বাচিত হন। আনাদুলু বার্তা সংস্থার বরাত দিয়ে এএফপি এ খবর জানায়।

পার্টির ১ হাজার ৩ শ’ ৮০ জন প্রতিনিধি সর্বসম্মতিক্রমে একমাত্র প্রার্থী এরদোগানকে পার্টির চেয়ারম্যান পদে ভোট দেয়।এরদোগান ও আরো তিন সমর্থকের উদ্যোগে ২০০১ সালে জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টি প্রতিষ্ঠা করা হয়। ক্ষমতাসীন প্রেসিডেন্ট পার্টির প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত জাস্টিস এন্ড ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান ছিলেন আহমেদ দাভুতোগ্লু ও বানিলি ইলিডিরিম। কারণ, তুরস্কের সে সময়ের আইন অনুযায়ী কোন পার্টির চেয়ারম্যান দেশের প্রেসিডেন্ট হতে পারতেন না।২০১৭ সালের এপ্রিলে গণভোটে সংবিধান সংশোধনীর পর পার্টির চেয়ারম্যানের দেশের প্রেসিডেন্ট হওয়ার পথে আর কোন বাধা রইল না ।

বাংলাপ্রেস /এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন