১৪ অক্টোবর ২০২৫

রাজধানীতে মুষলধারে বৃষ্টি-বজ্রপাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রাজধানীতে মুষলধারে বৃষ্টি-বজ্রপাত

বাংলাপ্রেস ডেস্ক: রাজধানীতে মুষলধারে বৃষ্টি হয়েছে। সেই সঙ্গে মুহুর্মুহু বিদ্যুতের ঝলকানি আর মেঘের গর্জন। মধ্যরাতে শুরু হওয়া বৃষ্টি ও বজ্রপাত সোমবার সকালেও অনবরত চলছিল।

ভারী বর্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সকাল সাড়ে ৭টার দিকে নিউমার্কেট, ঝিগাতলা, ধানমন্ডি, আসাদগেট, মোহাম্মদপুর, কলাবাগান, সংসদ ভবন এলাকা, কারওয়ান বাজার, খিলক্ষেতসহ বিভিন্ন রাস্তায় পানি জমার খবর মিলেছে।

এতে সাতসকালে যারা ঘর থেকে বের হয়েছেন, তাদের পড়তে হয় ভোগান্তিতে। সড়কে জমে থাকা পানির কারণে অনেক এলাকায় যানজটও তৈরি হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ইতোমধ্যে অনেক এলাকায় বৃষ্টি কমে এসেছে। দুপুরের মধ্যে আকাশ পরিষ্কার হয়ে যাবে আশা করি।

তিনি আরো বলেন, মৌসুমি বায়ু এখনো বাংলাদেশের ওপর সক্রিয়। তাই এই সময় বৃষ্টি হওয়া স্বাভাবিক। তবে চলতি সপ্তাহে ভারী বৃষ্টি আর নাও হতে পারে।

এর আগে রবিবার সন্ধ্যা ৬টা থেকে ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছিল, সোমবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক যায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের দু-এক যায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন