১৪ অক্টোবর ২০২৫

রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসাই বড় সম্পদ : হাবিবর রহমান এমপি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসাই বড় সম্পদ : হাবিবর রহমান এমপি

ইমদাদুল হক ইমরান, ধুনট (বগুড়া) থেকে: বগুড়ার-৫ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান বলেছেন, আওয়ামী লীগ একটি আদর্শিক সংগঠন। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়েই আওয়ামী লীগ করতে হবে। মানুষের মৃত্যু হয় কিন্তু আদর্শের মৃত্যু হয়না।

বঙ্গবন্ধুর আদর্শ আমাদের জীবনের প্রতিফলিত হতে হবে। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের সেই স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে হবে। শুধু রাজনীতি করলেই চলবে না মানুষের ভালোবাসাও অর্জন করতে হবে। একজন রাজনীতিকের জীবনে মানুষের ভালোবাসাই বড় সম্পদ। বগুড়ার ধুনটে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রয়াত খন্দকার আব্দুস সালাম, সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত মোহাম্মদ আলী ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক প্রয়াত আব্দুল মজিদ মিল্টনের স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোমবার সন্ধ্যার দিকে ধুনট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে উক্ত শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

ধুনট উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহসভাপতি গোলাম সোবাহান, আহসান হাবিব, রেজাউল করিম রেজা, প্রকৌশলী আসিফ ইকবাল সনি, শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসিন আলম, সাংগঠনিক সম্পাদক রবিউল আওয়াল, সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক আশিকুর রশিদ হেলাল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান পপি রানি সাহা, উপজেলা যুবলীগের সভাপতি ভিপি শেখ মতিউর রহমান, সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু, যুগ্ম সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক গোলাম মুহিত চাঁন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাচ্চু মল্লিক, উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন ও উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ প্রমুখ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন