১৫ অক্টোবর ২০২৫

রাতভর নাচানাচি, সকালে অসুস্থ বিপাশা!

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
রাতভর নাচানাচি, সকালে অসুস্থ বিপাশা!

বাংলাপ্রেস বিনোদন দপ্তর:  দিনরাত কঠোর পরিশ্রম করতে হয় চলচ্চিত্রের শিল্পীদের। তারপরই একটি চলচ্চিত্র নির্মাণ হয়। যেমন বিপাশা কবিরকে আজ ভোর চারটা পর্যন্ত থাকতে হয়েছে ক্যামেরার সামনে। সারা রাত ধরেই চলেছে আইটেম গানের শুটিং। ছবির নাম ‘একটু প্রেম দরকার’, পরিচালনা করেছেন শাহিন সুমন। রাতভর নাচার কারণে অসুস্থ হয়ে পড়েছেন বিপাশা কবির। ছবিতে জুটি বেছে অভিনয় করছেন শাকিব খান ও শবনম বুবলী।

বিপাশা কবির বলেন, ‘গত রাতে আমি ৪টা পর্যন্ত নাচ করেছি। ঠাণ্ডা লেগেছে, শরীর ব্যথা করছে। জ্বর আসছে মনে হয়। বাসায় রেস্ট নিচ্ছি। মনে হচ্ছে ডাক্তার দেখাতে হবে। তারপরও ভালো লাগছে, কারণ কাজটি অনেক ভালো হয়েছে।’বিপাশা আরো বলেন, “আমি চলচ্চিত্র শুরু করেছিলাম শাহিন সুমন ভাই পরিচালিত ‘ভালোবাসার রং’ ছবির একটি আইটেম গান দিয়ে। দীর্ঘ সাত বছর পর আবারও ভাইয়ের সাথে কাজ করতে পেরে আমার অনেক ভালো লাগছে। বিগ বাজেটের অ্যারেঞ্জমেন্ট নিয়ে গানটি হয়েছে। আশা করি সবার কাছে কাজটি ভালো লাগবে।”

বিপাশা আরো বলেন, ‘অভিনয় করার উদ্দেশ্য নিয়েই আমি চলচ্চিত্রে আইটেম গান শুরু করেছিলাম। সেই হিসেবে আমি সফলতাও পেয়েছি। বেশ কিছু ছবিতে আমি নায়িকা চরিত্রে অভিনয় করেছি। এখন আর আইটেম গানে সেভাবে পারফর্ম করছি না। তবে শাহিন সুমন ভাই আমার গুরু, তিনি যখন আমাকে পারফর্ম করতে বললেন, তখন আর না করতে পারিনি। কাজটি করে আমার ভালো লেগেছে।’ছবির পরিচালক শাহিন সুমন বলেন, ‘বিপাশা কবির বাংলাদেশের এক নম্বর আইটেম গার্ল। সে অনেক ভালো কাজ করে। যে কারণে তাকে দিয়ে আমি কাজটি করিয়েছি। তার বেশ কয়েকটি ছবিতে অভিনয় দেখেছি। নায়িকা হিসেবেও ভালো করেছে। আশা করি আগামী দিনে সে আরো ভালো করবে।’২০১২ সালে ‘ভালোবাসার রং’ ছবির মধ্য দিয়ে রুপালি জড়তে যাত্রা শুরু করেন লাক্স-চ্যানেল আই সুপারস্টার বিপাশা কবির।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন