
রণবীরের সঙ্গে সিনেমায় আসছেন প্রিয়া প্রকাশ !


বিনোদন ডেস্ক, ঢাকা : কেরলের প্রিয়া প্রকাশকে মনে আছে? গত বছর স্রেফ চোখ মটকেইদুলিয়ে দিয়েছিলেন গোটা ভারতকে। সেই প্রিয়া ফের খবরে এলেন রণবীর সিংহের ‘সিম্বা’ ছবিতে অভিনয় করতে চেয়ে।
সিম্বাতে রণবীর সিংহের সঙ্গে দেখা গেছে সারা আলি খানকে। কিন্তু সারার অভিনয় করার খবর চূড়ান্ত হওয়ার আগে বাজারে রটেছিল সিম্বা ছবিতে রণবীরের বিপরীতে নাকি অভিনয় করবেন প্রিয়া প্রকাশ।
রবিবার মুম্বইয়ে ছিল প্রিয়ার পরবর্তী বলিউড ছবি ‘শ্রীদেবী বাংলো’-র ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানেই পুরনো রটনার জবাব দিলেন প্রিয়া। তিনি বলেছেন, ‘‘আমি সিম্বায় অভিনয় করতে চেয়েছিলাম। কারণ আমি রণবীর সিংহ একজন বড় ভক্ত।’’
এর আগের সপ্তাহে ‘উরি’ ছবির বিশেষ ক্রিনিংয়ে উপস্থিত ছিলেন প্রিয়া। সেই স্ক্রিনিংয়ে ছিলেন রণবীর সিংহও। সে দিন প্রিয়া রণবীরকে জানিয়েছিলেন তিনি তাঁর ভক্ত। জবাবে রণবীর প্রিয়াকে বলেছিলেন, ‘‘তোমার চোখের দুলুনি আমারও খুব ভাল লেগেছিল।’’ এই সমস্ত কথায় নিজের ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জানিয়েছেন প্রিয়া প্রকাশ।
বিপি/আর এল
আপনি এগুলোও পছন্দ করতে পারেন





