১৪ অক্টোবর ২০২৫

রুহিয়ায় বাক প্রতিবন্ধীকে উদ্ধার,পরিবারের হাতে হন্তান্তর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
রুহিয়ায় বাক প্রতিবন্ধীকে উদ্ধার,পরিবারের হাতে হন্তান্তর
দুলাল হক,ঠাকুরগাঁওপ্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় বাক প্রতিবন্ধী এক মেয়েকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিয়েছেন রুহিয়া থানা পুলিশ। বাক প্রতিবন্ধী ওই মেয়ের নাম রোশন আর আক্তার (১৬) । রুহিয়া থানাধীন রাজাগাঁও ইউনিয়নের দক্ষিণ বঠিনা গ্ৰামের আব্দুর রহিমের মেয়ে। পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল ৫ সেপ্টেম্বর রোশন আর আক্তার নিখোঁজ হয়ে যায়। মেয়ের খোঁজ পেতে রুহিয়া থানায় সাধারণ ডায়েরি করা হয়। মেয়ে বাবা বলেন, গতকাল আমার মেয়ে হারিয়ে গিয়েছিলো খুঁজে না পাওয়া থানায় সাধারণ ডাইরি করি। আজ দুপুরে আমাকে রুহিয়া থানা পুলিশ ফোন করে জানায় আপনার মেয়েকে খুজে পেয়েছি। মেয়েকে পেয়ে রুহিয়া থানা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন মেয়ের বাবা। রুহিয়া থানার ওসি সোহেল রানা বলেন,বাক প্রতিবন্ধী রোশন আরাকে ৬ সেপ্টেম্বর সকালে ঠাকুরগাঁও গোয়ালপাড়া থেকে উদ্ধার করি। দুপুরে তার বাবা-মায়ের কাছে হন্তান্তর করি। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন