১৩ অক্টোবর ২০২৫

রুহিয়ায় ফলদ ও বনজ জাতের চারা বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
রুহিয়ায় ফলদ ও বনজ জাতের চারা বিতরণ
দুলাল হক,  ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ২ শতাধিক কৃষকের মাঝে ফলদ ও বনজ জাতীয় গাছের চারা বিতরণ করা হয়েছে। ২৫ আগষ্ট রবিবার দুপুরে ইনতেফা কোম্পানির পক্ষ থেকে স্থানীয় কৃষকদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। ঠাকুরগাঁওয়ের ১নং রুহিয়া ইউনিয়নের মধুপুর এলাকায় স্থানীয় কৃষকদের মাঝে চারা বিতরণকালে উপস্থিত ছিলেন, ইনতেফা কোম্পানীর এরিয়া ইনচার্জ মো: আজিজুল হক, সিনিয়র মার্কেটিং অফিসার মো: মাবুদ ,উপ-সহকারি কৃষি কর্মকর্তা জুয়েল ইসলাম ও তপন কুমার এবং ইনতেফা কোম্পানীর ডিলার মো: হবিবর রহমান প্রমুখ। বক্তারা বলেন,সাম্প্রতিককালে ঝড় বৃষ্টি বাদল,বন্যা,খরা ,বজ্রপাত ইত্যাদি বেড়ে গেছে বৈশ্বিক আবহাওয়ার বিরুপ আচড়নের কারণে। এর প্রধান কারণ বৃক্ষের বা বনজ সম্পদ কমে যাওয়া।পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু মানুষের উপযোগী করতে হলে বেশি করে গাছপালা লাগাতে হবে।কারণ জলবায়ু নিয়ন্ত্রণকারী হিসেবে বৃক্ষের ভূমিকা অপরিসীম।এই বিবেচনায় কৃষকদের ফসল উৎপাদনের পাশাপাশি বেশি করে গাছপালা রোপনের গুরুত্ব তুলে ধরা হয়। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!