১৩ অক্টোবর ২০২৫

সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতাদের সংবাদ সম্মেলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতাদের সংবাদ সম্মেলন
এম আর আলী টুটুল সৈয়দপুর (নীলফামারী )প্রতিনিধি : সৈয়দপুরে স্বেচ্ছাসেবক দলের ত্যাগী নেতারা সংবাদ সম্মেলন করেছে । শনিবার বিকেল পাঁচটায় একটি রেস্টুরেন্টে এর আয়োজন করা হয় । লিখিত বক্তব্য পড়ে শোনান সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম মল্লিক । এ সময় আরো উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোহাম্মদ মোশাররফ হোসেন , যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাহার আলী , যুগ্ম সম্পাদক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মইনুল চৌধুরী । বক্তারা বলেন আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক জিয়া দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন ,বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর যেন কোন কমিটিতে অন্তর্ভুক্ত না হয় । সদ্য ঘোষিত স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার কমিটিতে ফ্যাসিবাদের দোসর ও আন্তজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের হোতা উল্লেখ করে ,মোঃ ফরহাদ হোসেনকে আহবায়ক করায়, স্বেচ্ছাসেবক দল সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার ত্যাগী নেতৃবৃন্দ লজ্জিত ও নিন্দা জ্ঞাপন করেছে ।এবং এই আহ্বায়ককে অব্যাহতি দিয়ে নতুন যোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব দেওয়ার অনুরোধ করেছে কেন্দ্রীয় নেতাদের কাছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এই পদ বিলুপ্ত করার দাবি জানান তারা । নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে রাজপথে আন্দোলন করার কথা ব্যক্ত করেন । বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন