১৪ অক্টোবর ২০২৫

রুহিয়া ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
রুহিয়া ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন
দুলাল হক, ঠাকুরগাঁও প্রতিনিধি: শান্তিপূর্ণ পরিবেশে ঠাকুরগাঁওয়ে রুহিয়া থানাধীন ট্রাক্টর মালিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ২১ সেপ্টেম্বর রবিবার রুহিয়া ডাকবাংলো হলরুমে দিনব্যাপী এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাইদুর রহমান সুমিত নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করেন মোঃ খাইরুল ইসলাম (প্রতীক: ঘোড়া) এবং মোঃ মোতাহার আলী (প্রতীক: ছাতা)। মোট ভোটার সংখ্যা ১০২ জন। উপস্থিত ভোটার ৯৯ জন। প্রতীক ঘোড়া পেয়েছে ৩৭ ভোট, প্রতীক ছাতা পেয়েছে ৬১ ভোট। নষ্ট ভোটের সংখ্যা ০১ টি। নির্বাচনের ফলাফলে মোঃ মোতাহার আলী (প্রতীক: ছাতা) বিজয়ী ঘোষণা হন। নির্বাচন পরিচালনায় প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন কামরুল হাসান টিটু, সহকারী প্রিজাইডিং অফিসার ছিলেন মোঃ কুদরত আলী এবং পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ফারুক হোসেন। [বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।] বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন