
সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন



বাংলাপ্রেস অনলাইন: ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন। তাকে নয়াদিল্লীর একটি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, বাজপেয়ির অসুস্থতার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বুধবার সন্ধ্যায় অল ইন্ডিয়া ইনস্টিটউটস অব মেডিকেল সায়েন্স (এইমস) হাসপাতালে তাকে দেখতে যান।
বার্ধক্যজনিত নানা রোগে গত নয় সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন বাজপেয়ি। গত ২৪ ঘণ্টায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। বাজপেয়িকে হাসপাতালের ভেন্টিলেশনে রাখা হয়েছে। চিকিৎসকরা বোর্ড গঠন করে তার শারীরিক অবস্থা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। গত ১১ জুন কিডনি সংক্রামণ, মূত্র ত্যাগে জটিলতা, শ্বাসকষ্ট জনিত কারণে এইমস হাসপাতালে ভর্তি হন বাজপেয়ি। তিনি ডায়াবেটিকেও ভুগছিলেন। একটি কিডনিতে চলছিল তার শরীর। ২০০৯ সালে স্ট্রোক করে ডিমনেশিয়া রোগে আক্রান্ত হন বাজপেয়ি।
বাংলাপ্রেস/আর এলআপনি এগুলোও পছন্দ করতে পারেন





গাজা শান্তি সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রীকে ‘সুন্দরী’ বললেন ট্রাম্প
