১৩ অক্টোবর ২০২৫

সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৭ এএম
সাহিত্যে নোবেল পেলেন হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই

 

 

বাংলাপ্রেস ডেস্ক: সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর নোবেল পুরস্কার পেলেন বিখ্যাত হাঙ্গেরিয়ান লেখক লাসজলো ক্রাসনাহোরকাই।
 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুইডিশ অ্যাকাডেমি তার নাম ঘোষণা করে। অ্যাকাডেমি জানিয়েছে, লাসজলো ক্রাসনাহোরকাইকে এই পুরস্কার দেওয়া হলো ‌‌‍‌তার আকর্ষণীয় এবং দূরদর্শী রচনার জন্য, যা এপোক্যালিপটিক সন্ত্রাসের মাঝেও শিল্পের শক্তিকে পুনঃনিশ্চিত করে।

মধ্য ইউরোপীয় সাহিত্যের এই মহাকাব্যিক লেখককে সমালোচকেরা প্রায়শই দার্শনিক গভীরতা, দীর্ঘ, সম্মোহনকারী বাক্যশৈলী এবং মানব অস্তিত্বের অন্ধকার দিক তুলে ধরার জন্য ‘এপোক্যালিপসের মাস্টার’ বলে অভিহিত করেন। তিনি ২০১৫ সালে ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজও জিতেছিলেন।

 
সাহিত্যে নোবেলের জন্য মনোনীতদের নাম দীর্ঘ ৫০ বছর ধরে গোপন রাখে সুইডিশ অ্যাকাডেমি, যার কারণে বিজয়ীর নাম নিয়ে তীব্র কৌতূহল ও জল্পনা তৈরি হয়। ১৯০১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত সাহিত্যে ১১৭ বার নোবেল পুরস্কার দেওয়া হয়েছে এবং মোট ১২১ জন সাহিত্যিক এই সম্মানে ভূষিত হয়েছেন। বিজয়ীদের মধ্যে ১৮ জন নারী সাহিত্যিক রয়েছেন এবং এখন পর্যন্ত চারবার যৌথভাবে একাধিক ব্যক্তিকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন