১৪ অক্টোবর ২০২৫

শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
শাহজালালে ৫ কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

বাংলাপ্রেস ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৫ কোটি ১৫ লাখ টাকার স্বর্ণের বারসহ আব্দুস সালাম (৪৮) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস হাউজ। গতকাল সোমবার (২৭ মে) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

ঢাকা কাস্টমস হাউজের উপকমিশনার অথেলো চৌধুরী জানান, আব্দুস সালাম নামে ওই যাত্রীর বাড়ি গাজীপুর জেলায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সের এসকিউ ৪৪৬ ফ্লাইটের যাত্রী তিনি। সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইটটি রাত ১০টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বোর্ডিং ব্রিজ থেকে ওই যাত্রীকে অনুসরণ করা হচ্ছিল। গ্রিন চ্যানেল পার হওয়ার পরে আব্দুস সালাম নামে ওই যাত্রীকে প্রশ্ন করা হয়, তিনি শুল্ক কর আরোপযোগ্য কোনো পণ্য বহন করছেন কিনা। অস্বীকার করলে তার দেহ তল্লাশি করা হয়।

তিনি আরও জানান, আব্দুস সালামের কাছে মোট ১০ কেজি ৩০০ গ্রাম ওজনের ১০৩টি স্বর্ণের বার পাওয়া গেছে। প্রতিটি বারের ওজন ১০০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ১৫ লাখ টাকা। স্বর্ণের বারগুলো তার কোমরে লুকানো ছিল।

তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান অথেলো চৌধুরী।

আব্দুস সালাম কাস্টমসকে জানান, ১০৩টি স্বর্ণের বারের প্রকৃত মালিক এইচ.এম. নুরুজ্জামান ওরফে জিকো নামে এক ব্যক্তি। তার বাড়ি ঢাকার খিলক্ষেত এলাকায়। তার মোবাইল ফোনে জিকোর পাসপোর্টের ছবি পেয়েছে কাস্টমস হাউজ।

জানা গেছে, কেবল এ মাসেই আব্দুস সালাম ৫ বার সিঙ্গাপুরে যাতায়াত করেছেন।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন